ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সফল উন্নয়ন কর্মীদের নিয়ে বার্ষিক ম্যানেজার কনফারেন্স করেছে। ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও বিগত বছরের ব্যবসায়িক কার্যক্রম বিশ্লেষণে এ সভা অনুষ্ঠিত হয়।
১৮ জানুয়ারি কাওরানবাজারের কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত ওই কনফারেন্সে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিন। বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: খসরু চৌধুরী, ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো: খুরশীদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: এনামুল হক ও ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তারা। কনফারেন্সে কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহীরাসহ সারা দেশ থেকে প্রায় এক হাজার সফল উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে নবায়ন ও নতুন প্রিমিয়াম সংগ্রহে শীর্ষস্থান অর্জনকারীদের বিশেষ সম্মাননা জানানো হয় এবং জানুয়ারি মাসে খণ্ডকালীন সময়ে লক্ষ্যমাত্রা অর্জনকারী বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা