২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

শেয়ারবাজারে সূচকের সাথে বাড়ছে লেনদেন

ডিএসইতে দাম বেড়েছে ১৬৫টি প্রতিষ্ঠানের, কমেছে ১৫৬টির, অপরিবর্তিত রয়েছে ৮০টির
-

দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। এতে সূচকের উথান ও লেনদেন বাড়ছে অব্যাহতভাবে। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির প্রভাব ইতোমধ্যে শেয়ারবাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবসই শেয়ারবাজার ইতিবাচক প্রবণতায় দেখা গেছে। গত তিন কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট। একই সাথে বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ৫ হাজার ১৩ কোটি টাকা।
গতকাল বাজার পর্যালোচনায় দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে। একই সাথে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৬ দশমিক ৭৮ পয়েন্ট। এতে দিনশেষে ডিএসইএক্সের অবস্থান ছিল ৫ হাজার ২০২ পয়েন্টে। এ দিকে ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। গতকাল ডিএস-৩০ সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকাল ডিএসইতে মোট ৪৯৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৪২৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
গতকাল বাজার পর্যালোচনায় দেখা যায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের তুলনায় ৪২ দশমিক ৯৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৮৩৪ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক সিএএসপিআই ৬১ দশমিক ৫৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৪ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। এ দিকে শরিয়াহ সূচক বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ০৩ পয়েন্ট। দিনশেষে শরিয়াহ সূচক ৯৪৯ পয়েন্টে অবস্থান করছে এবং সিএসই-৩০ সূচক ৬০ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সিএসইতে মোট ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৭টি কোম্পানির কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। দিনশেষে সিএসইতে ৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিলো ৩ কোম্পানি : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের এ লভ্যাংশ দিয়েছে কোম্পানিগুলো। কোম্পানি তিনটির মধ্যে রয়েছে জেমিনি সি ফুড লিমিটেড, মুন্নু ফেব্রিকস লিমিটেড এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা যায়।
জেমিনি সি ফুড লিমিটেড, মুন্নু ফেব্রিকস লিমিটেড এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। জেমিনি সি ফুডের ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দেয়া হয়। এর মধ্যে ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। সে হিসাবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে শূন্য দশমিক ৭৫ টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছেন বিনিয়োগকারীরা।
মুন্নু ফেব্রিকসের ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দেয়া হয়। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সে হিসাবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে শূন্য দশমিক ১০ টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছেন বিনিয়োগকারিরা।
প্যারামাউন্ট টেক্সটাইলের ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ করে লভ্যাংশ দেয়ার ঘোষণা দেয়া হয়। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সে হিসাবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছেন বিনিয়োগকারীরা। কোম্পানি তিনটির বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের সম্মতিক্রমে ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হয়।
দর পতনের শীর্ষে অ্যাসোসিয়েটেড অক্সিজেন : গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানরগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। গতকাল দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। দর হারানোর মধ্যে তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
এ দিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফাইন ফুডস লিমিটেড, আফতাব অটোমোবাইলস লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মুন্নু ফেব্রিকস লিমিটেড, নিউ লাইন ক্লোথিংস লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে বেস্ট হোল্ডিংস : গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির ১৬৫টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে পাওয়ার বেস্ট হোল্ডিংস লিমিটেড। এরপরেই রয়েছে ইফাদ অটোস পিএলসি। তালিকায় তৃতীয় স্থানে থাকা কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, পিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, ওরিয়ন ফার্মা লিমিটেড, স্টিলক্রাফট লিমিটেড, ওয়াটা কেমিক্যালস লিমিটেড এবং বিবিএস ক্যাবলস পিএলসি।


আরো সংবাদ



premium cement

সকল