কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে মোশারফ হোসেনের যোগদান
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
মোহাম্মদ মোশারফ হোসেন গত ১৬ জানুয়ারি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন।
বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারের অধিকারী মোশারফ হোসেন ১৯৬২ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছিলমপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে বি.কম (অর্নাস)সহ এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকারস, বাংলাদেশের (আইবিবি) একজন এসোসিয়েট।
মোশারফ হোসেন ১৯৮৭ সালে প্রবেশনারী অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। ওই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত ৩২ বছরের কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান, ব্যাংকের স্থানীয় কার্যালয়ের প্রধান ও প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় হিসাব বিভাগ, ঋণ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সংস্থাপন বিভাগ, ট্রেজারি বিভাগ, গ্রিন ব্যাংকিং ডিপার্টমেন্ট ও রিসার্চ অ্যান্ড প্ল্যানিং ডিপার্টমেন্টসহ বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। পরে তিনি উত্তরা ব্যাংকের ‘হেড অব ক্রেডিট’ এবং ‘প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও)’ হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার-সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য বিভন্ন সময় থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, ইতালি, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা