বাণিজ্য-মেলায় ৫০০ ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করছে প্রাণ
- ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) প্রায় ৫০০ ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করছে দেশের শীর্ষস্থানীয় কৃষি প্রক্রিয়াজাত খাতের প্রতিষ্ঠান প্রাণ। ঢাকা পূর্বাচলে চলমান এ মেলায় জুস ও ড্রিংকস, কনফেকশনারি, স্ন্যাকস, বিস্কুট এন্ড বেকারি, কুলিনারি, মসলা, ফ্রোজেনসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য দিয়ে কয়েকটি প্যাভিলিয়ন ও স্টল সাজিয়েছে প্রতিষ্ঠানটি।
মেলায় দর্শনার্থীরা যেন তাদের পছন্দের পণ্য কিনতে পারেন; সেজন্য দেয়া হচ্ছে বিশেষ অফার। পণ্য কিনলে থাকছে সর্বোচ্চ ৩৩ শতাংশ মূল্যছাড়। এ ছাড়া ৪০টির বেশি আকর্ষণীয় প্যাকেজে পণ্য কিনতে পারছেন তারা।
দর্শনার্থীরা যেন এক ছাদের নিচ থেকে প্রাণের সব পণ্য সম্পর্কে ধারণা পেতে পারে সেজন্য ‘প্রাণ’ নামেই বিশাল একটি প্যাভিলিয়ন করেছে এ শিল্প গ্রুপ। মেলায় উত্তরদিকে মূলভবনের ঠিক পেছনে এ প্যাভিলিয়নটি অবস্থিত। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা