১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

বিএসএমএমইউতে এইচএমপিভি ভাইরাস নিয়ে বিশেষ সেমিনার

-

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএসএমএমইউ) বিশ্বব্যাপী নতুন করে উদ্বেগ সৃষ্টিকারী ভাইরাস এইচএমপিভি নিয়ে গতকাল বিশেষ সেমিনার এ-ব্লক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইমার্জিং ট্রেন্ডস হিউম্যান মেটানিউমোভাইরাস : এ নিউ থ্রেট টু বাংলাদেশ : শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার। প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ডা: খালেদ মাহবুব মোর্শেদ মামুনের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ও বক্তা ছিলেন ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: সোহেল মাহমুদ আরাফাত ও ভাইরোলজি বিভাগের অধ্যাপক, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা: সাইফ উল্লাহ মুন্সী।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম বলেন, ‘এইচএমপিভি একটি পুরাতন ভাইরাস। এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সর্তক থাকতে হবে। হাত ধোয়া ও মাস্কের ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হিউম্যান মেটানিউমোভাইরাস শনাক্তকরণের পরীক্ষা ও এই ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য বিএসএমএমইউর সব রকমের প্রস্তুতি রয়েছে’।
প্রোভিসি অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বিশেষ করে যেসব রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে’।
সেমিনারে নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ মান্নান জানান, যদি কোনো মা এই ভাইরাসে আক্রান্ত হয় তবে তার সন্তানের মায়ের বুকের দুধ পান করার ক্ষেত্রে কোনো বাধা নেই।
উল্লেখ্য, এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে কী-না সে বিষয়ে বিশেষজ্ঞরাও সতর্কবার্তা দেননি। রোগটি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
চ্যাপেল যুগের মতো বিধ্বস্ত ভারতের ড্রেসিংরুম : হরভজন মুন্সীগঞ্জে ৭ ডাকাত গ্রেফতার, লুন্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার ‘চব্বিশে নতুন করে যারা দেশ স্বাধীন করেছে তাদের ভুলে গেলে চলবে না’ আমাদের মূল সংগ্রাম একনায়কতন্ত্র উৎখাত করা : সাক্ষাৎকারে কেএনডিএফ নেতা নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে গণহত্যায় শামিল হয়েছে আমেরিকা : বার্নি স্যান্ডার্স নতুন কর আরোপের সিদ্ধান্তে যে ১০টি আশঙ্কা দেখছে বিএনপি বিইউবিটি-তে স্প্রিং ২০২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের অংশীদারদের ঐক্যবদ্ধ থাকতে হবে : গোলাম পরওয়ার মার্কিন স্বাস্থ্য বিভাগ বার্ড ফ্লু ভ্যাকসিন উৎপাদনে মডার্নাকে ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে পদ্মা সেতু এলাকা থেকে ১২ শ’ কেজি জাটকা ইলিশ উদ্ধার হামাসের কাছে পরাজয়ের কথা স্বীকার করলেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

সকল