শক্তি পাচ্ছে না শেয়ারবাজার, সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত
ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল- নিজস্ব প্রতিবেদক
- ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৩২
দেশের শেয়ারবাজার উন্নয়নে সংস্কারমূলক বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে কোনো পদক্ষেপ কাজে আসছে না। খাত সংশ্লিষ্টরা বলছেন শক্তি পাচ্ছে না শেয়ারবাজার। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। অনেকেই তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে বাজার থেকে বেড় হয়ে যাওয়ার চেষ্টা করছেন। এতে শেয়ারবাজারে এখন ক্রেতার চেয়ে বিক্রি বেশি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। গতকাল ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম কমলেও সিএসইতে ছিল ঊর্ধ্বমুখী।
গতকাল ডিএসই দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ দশমিক ৩৪ পয়েন্ট কমেছে। দিনশেষে ডিএসইএক্স-এর অবস্থান ছিল ৫ হাজার ১৪২ পয়েন্টে। এ দিকে ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ০২ পয়েন্ট কমে ১ হাজার ১৫৭ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। একই সাথে ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ১১ পয়েন্ট হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে ডিএসই-৩০ ১ হাজার ৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৫টি কোম্পানির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। এ দিকে গতকাল ডিএসইতে মোট ৪০৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৩৫১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
বাজার পর্যালোচনায় দেখা যায় গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ দশমিক ৭১ পয়েন্ট হ্রাস পেয়েছে। দিনশেষে সিএসসিএক্স ৮ হাজার ৭৫০ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। এ দিকে সার্বিক সূচক সিএএসপিআই ৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়েছে। দিনশেষে সিএএসপিআই ১৪ হাজার ৩৮৯ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। শরিয়াহ সূচক ৫ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ৯৩৯ পয়েন্টে অবস্থান করছে এবং সিএসই-৩০ সূচক ২১ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১১ হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।
গতকাল সিএসইতে ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৮টি কোম্পানির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। এ দিকে দিনশেষে সিএসইতে ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
দরপতনের তালিকায় শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স: গতকাল দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬৫ শতাংশ। এমন পরিস্থিতিতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এ দিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসছে আসা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৭৬ শতাংশ কমেছে। এ দিকে শেয়ারদর ৬ দশমিক ৩৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
গতকাল দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, সিটি ইন্স্যুরেন্স পিএলসি, মুন্নু ফেব্রিকস লিমিটেড এবং এইচ আর টেক্সটাইল লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ: গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল ডিএসইতে ফু-ওয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।
গতকাল দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৭ দশমিক ৬৩ শতাংশ। আর ৬ দশমিক ৬১ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সাইন পুকুর সিরামিকস লিমিটেড।
এ দিকে গতকাল ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, টেকনো ড্রাগ লিমিটেড, ইভেন্স টেক্সটাইলস লিমিটেড, সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং কাট্টলি টেক্সটাইল লিমিটেড।
লেনদেনের শীর্ষে মুন্নু ফেব্রিকস: গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ জানুয়ারি) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ দিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিকস লিমিটেড। গতকাল মুন্নু ফেব্রিকস লিমিটেডের ১৪ কোটি ৮১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
গতকাল লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৪ হাজার টাকার। ১৩ কোটি ৫৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
এ দিকে গতকাল লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছেÑ ওরিয়ন ইনফিউশন লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, আফতাব অটোমোবাইলস লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি এবং ফু ওয়াং ফুড লিমিটেড।
মুন্নু ফেব্রিক্সের করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন: পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেডের করপোরেট উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির করপোরেট উদ্যোক্তা মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারের সম্পূর্ণ হোল্ডিং ১ কোটি ১২ লাখ ৫৪ হাজার শেয়ার বিক্রয় করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরে ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন এই করপোরেট উদ্যোক্তা। এর আগে ১৩ জানুয়ারি শেয়ার বিক্রয়ের ঘোষণা দেয় কোম্পানিটির এই করপোরেট উদ্যোক্তা।
ক্ষতিগ্রস্ত ২ জাহাজ বিক্রি করবে বিএসসি: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে বহর থেকে বাদ পড়া দুটি লাইটার জাহাজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। জাহাজ দুটি হলোÑ এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি তিনটির মধ্যে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসইর তথ্যে দেখা যায়, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় এসব কোম্পানিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। কোম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হয়েছে।
অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে রহিম টেক্সটাইলের: শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। গতকাল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যে দেখা যায়, গতকাল আলোচ্য অর্থবছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ২৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল শূন্য দশমিক ১৩ টাকা। সে হিসেবে অলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে শূন্য দশমিক ১৫ টাকা বা ১১৫ শতাংশ। এ দিকে গত ৬ মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে শূন্য দশমিক ৪৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল শূন্য দশমিক ২৫ টাকা। সে হিসেবে অলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে শূন্য দশমিক ২৪ টাকা বা ৯৬ শতাংশ। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ দশমিক ৩২ টাকা।