ইবনে সিনায় সর্বাধুনিক পেট সিটি স্ক্যান ও গামা ক্যামেরা বিষয়ক মতবিনিময়
- ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৩১
রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা ক্যান্সার ডায়াগনস্টিক সেন্টারে সংযোজিত সর্বাধুনিক ‘পেট সিটি স্ক্যান ও গামা ক্যামেরা’ সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এ এন এম তাজুল ইসলাম। কিনোট স্পিকার হিসেবে আলোচনা উপস্থাপন করেন ইবনে সিনা ক্যান্সার সেন্টারের চিফ কনসালট্যান্ট অ্যান্ড ইনচার্জ নিউক্লিয়ার মেডিসিন অধ্যাপক ডা: মোল্লা আব্দুল ওয়াহাব ও অধ্যাপক ডা: জেসমিন আরা হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউক্লিয়ার মেডিসিন অ্যালাইড সায়েন্স (ইনমাস) ডিরেক্টর প্রফেসর ডা: জিনাত জেবিন ও ইবনে সিনা ক্যান্সার সেন্টারের চিফ মেডিক্যাল ফিজিসিস্ট ড. নূরুল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক ডা: মোল্লা আব্দুল ওয়াহাব বলেন, সম্প্রতি ইবনে সিনায় সর্বাধুনিক প্রযুক্তির ‘পেট সিটি স্ক্যান’ চালু হয়েছে। যা ক্যান্সার ও ম্যালিগন্যান্সি শনাক্তকরণ, রেডিওথেরাপি চিকিৎসার পরিকল্পনা গ্রহণ, হার্ট ও মস্তিষ্কের ফাংশন পর্যবেক্ষণ ছাড়াও শরীরের যেকোনো অংশের কলা ও কোষের অসুস্থতা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে ক্যান্সার রোগীরা যেমন উপকৃত হবেন তেমনি চিকিৎসকরাও ক্যান্সার রোগীদের চিকিৎসা ও ডোজ নির্ণয়ে বিশেষ সহায়তা পাবেন।
অধ্যাপক ডা: জেসমিন আরা হক ইবনে সিনায় সংযোজিত গামা ক্যামেরার স্পেশালিটি তুলে ধরেন এবং বোন স্ক্যান, থাইরয়েড স্ক্যান ও রেনাল স্ক্যানসহ অন্যান্য সিনথিওগ্রাফি বিষয়ক আলোচনা উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে এ এন এম তাজুল ইসলাম বলেনÑ প্রতিষ্ঠালগ্ন থেকেই রোগী ও চিকিৎসকদের ক্রমবর্ধমান চাহিদার আলোকে ইবনে সিনা তুলনামূলক কমখরচে দেশবরেণ্য চিকিৎসক, সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ও দক্ষ জনশক্তির সমন্বয়ে নতুন নতুন সেবা প্রদান করে আসছে।
অনুষ্ঠানে ঢাকার খ্যাতনামা শতাধিক চিকিৎসকসহ উপস্থিত ছিলেন ইবনে সিনা ডি. ল্যাব ধানমন্ডির সিনিয়র এজিএম অ্যান্ড অ্যাডমিন ইনচার্জ মোহাম্মদ শফিকুর রহমান, ইবনে সিনা ক্যান্সার ডায়াগনস্টিক সেন্টারের এজিএম অ্যান্ড অ্যাডমিন ইনচার্জ মো: কামরুল ইসলাম, ট্রাস্টের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম অ্যান্ড ডায়াগনস্টিক উইং ইনচার্জ গাজী মো: তরিকুল ইসলাম, করপোরেট উইং ইনচার্জ মো: হাদিউল করিম খান প্রমুখ। বিজ্ঞপ্তি।