‘আওয়ামী দোসররা সম্মানের সাথে কাস্টমস হাউস থেকে সরে যান’
- চট্টগ্রাম ব্যুরো
- ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৩১
আসন্ন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের প্রত্যাখ্যানের দাবিতে চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা সমন্বয়ক ওমর ফারুক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও গুলিবিদ্ধ ছাত্র প্রতিনিধিরা। মানববন্ধন শেষে ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাস্টমস কমিশনার জাকির হোসেনের সাথে সাক্ষাৎ করেন।
মানববন্ধনে তারা বলেন, চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হচ্ছে বাংলাদেশের স্বর্ণদ্বার। রাজস্বের সিংহভাগ পূরণ করা হয় এখান থেকে। চট্টগ্রাম বন্দর জাতির অহঙ্কার। বিগত আওয়ামী লীগ সরকার এখানে লুটতরাজ করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাই আগামীতে কাস্টমসে যাতে অনিয়ম দুর্নীতি না চলে সেজন্য আওয়ামী সুবিধাভোগিদের অলরেডি চিহ্নিত করা হয়েছে। স্বৈরাচারের দোসররা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য আমরা প্রতিরোধ গড়ে তুলব। তাই আওয়ামী দোসররা সম্মানের সাথে কাস্টমস হাউস থেকে সরে যান, তা না হলে পরিণাম ভালো হবে না। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত। আমরা রক্ত দিতে জানি। আমাদের সাথে বিপ্লবী দেখাতে যাবেন না। আমাদের চ্যালেঞ্জ করলে আমরাও আপনাদের চ্যালেঞ্জ করলাম। আমরা জনগণের কাতারে, আপনারা ফ্যাসিস্টের কাতারে। আরেকবার যদি নির্বাচন করার সাহস দেখাতে যান, তাহলে সেদিন হবে আপনাদের শেষ দিন।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের ভেতরে হাসিনার প্রেতাত্মারা সন্ত্রাসীসহ বিভিন্ন কার্যক্রম করে গেছে। এখন এখানে এসে আবারো কিছু মানুষের সহযোগিতায় আশ্রয় নেয়ার চেষ্টা করছে। জুলাই আন্দোলনের আমরা যারা আছি তারা থাকতে এটা কোনোভাবেই হতে দেব না। কাস্টমসে যে নির্বাচন সেখানে আওয়ামী দোসররা যাতে কোনোভাবেই অংশ নিতে না পারে সেভাবেই আপনারা সজাগ থাকবেন। হাসিনার দোসররা কারো সহযোগিতায় যদি নির্বাচন করতে আসে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
মানবন্ধনেÑ মো: শাহেদ, শহিদুল ইসলাম সজিব, শফিকুল ইসলাম জিয়া, ফাহিম আহম্মেদ সাগর, ফারহান জামিল, তৌসিফ ইমরোজ, কায়েম হোসাইন আবিদ, ওমর ফারুক চৌধুরী, মো: রাশেদ, সাগর হোসেন, মো: রাফি প্রমুখ বক্তব্য রাখেন।