১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

দেশের শেয়ারবাজারে পতন থামছে না

ডিএসইতে মোট ৩৫১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে
-


দেশের শেয়ারবাজারে পতন থামছে না। এ দিকে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। একই সাথে কমেছে লেনদেনের পরিমাণ।
বাজার বিশ্লেষণে দেখা যায় গতকাল দিন শেষে ডিএসইতে আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ০১ পয়েন্ট কমেছে। দিন শেষে ডিএসইএক্সের অবস্থান ছিল ৫ হাজার ১৫০ পয়েন্ট। এ দিকে ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। একই সাথে ডিএস-৩০ সূচক ১ দশমিক ৬৮ পয়েন্ট হ্রাস পেয়ে ১ হাজার ৯০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮১টি কোম্পানির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানির। এ দিকে গতকাল ডিএসইতে মোট ৩৫১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে হাত বদল হয়েছিল ৩৯৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ দশমিক ৬৯ পয়েন্ট কমে ৮ হাজার ৭৬১ পয়েন্টে অবস্থান করছে। এ দিকে সার্বিক সূচক সিএএসপিআই ১৬ দশমিক ৮৪ পয়েন্ট কমেছে। দিন শেষে সিএএসপিআইর অবস্থান ছিল ১৪ হাজার ৩৮৪ পয়েন্টে। এ দিকে শরিয়াহ সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৯৩৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৭ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১১ হাজার ৮৩৬ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।

এ দিকে গতকাল সিএসইতে ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম। এ দিকে দিনশেষে সিএসইতে ১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে হাত বদল হয়েছিল ৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
দুয়ার সার্ভিসের সাবস্ক্রিপশন স্থগিত : শেয়ারবাজারের এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একসাথে কোম্পানিটির সার্বিক বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।
গতকাল বিএসইসির ৯৩৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কমিশন সভায় শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইওর সাবস্ক্রিপশন স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সাথে এ বিষয়ে তদন্তের জন্য বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে সম্প্রতি কোম্পানির সাথে তার বিভিন্ন গ্রাহকের সেবা প্রদানসংক্রান্ত চুক্তি, কোম্পানির আয় ও মুনাফাসংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ কমিশনের দৃষ্টিগোচর হয়। সেই প্রেক্ষিতেই কমিশন সার্বিক বিষয়টি খতিয়ে দেখতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দুয়ার সার্ভিসেস পিএলসি গত বছরের ২৭ এপ্রিল কিউআইওর মাধ্যমে পাঁচ কোটি টাকা উত্তোলনের জন্য কমিশনে আবেদন করে। কমিশনের ৯১১তম কমিশন সভায় শর্তসাপেক্ষে অভিপ্রায়পত্র প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে কোম্পানির শর্তগুলো পরিপালনের শর্ত অনুযায়ী কোম্পানির কাছ থেকে দলিলাদি প্রাপ্তির পর কমিশন ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ৯৩৪তম কমিশন সভায় সম্মতিপত্র প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ পরিপ্রেক্ষিতে কোম্পানি কিউআইও অফারের শেয়ার বরাদ্দের জন্য ১৯ জানুয়ারি ২০২৫ থেকে ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করে।
নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন দুই বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। গতকাল উভয় স্টক এক্সচেঞ্জে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে। এ ক্যাটাগরিতে ডিএসইর ডেবট বোর্ডের অনুমতিসাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৭ সালের ১ আগস্ট শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০ দশমিক ৪৬০১ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২ দশমিক ১২ শতাংশ হারে বছরে দু’বার কুপন দেবে বলে জানানো হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ : গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল ডিএসইতে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।
এ দিকে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রংপুর ডেইরি অ্যান্ড ফুডস প্রডাক্টস লিমিটেডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৭৬ শতাংশ। আর ৬ দশমিক ৪০ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জাহিন স্পিনিং পিএলসি।

গতকাল ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কং অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, সমরিতা হসপিটাল লিমিটেড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও এসএআইএফ পাওয়ারটেক লিমিটেড।
দরপতনের তালিকায় শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল : এ দিকে গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। গতকাল ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪০ পয়সা বা ৫ দশমিক ১৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এ দিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রগতী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ৭০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ১৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
গতকাল দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, এলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।

 


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ফ্যাসিবাদ ঠেকানোর দায়িত্ব সবাইকে নিতে হবে : দুদু জামায়াত আমিরের সাথে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ আনিসুল-দীপু মনি-পলকসহ নতুন মামলায় ৯ জন গ্রেফতার ঘণ্টা চুক্তি ভাড়া নিয়ে কিশোর রিকশাচালককে হত্যা : গ্রেফতার ২ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা মারবার্গ ভাইরাসে তানজানিয়ায় ৮ জনের মৃত্যু

সকল