১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সিভাসুর ফিশারিজ অনুষদের যুগপূর্তি উদযাপন কৃতী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

-

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ অনুষদের এক যুগপূর্তি উদযাপন, ইন্টার্নশিপ ফিডব্যাক প্রোগ্রাম এবং কৃতী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান গতকাল অনুষ্ঠিত হয়েছে।
এক যুগপূর্তি উপলক্ষে অনুষদের উদ্যোগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভাসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, সামুদ্রিক মৎস্য দফতর, চট্টগ্রামের পরিচালক (সামুদ্রিক) মো: আবদুস ছাত্তার, মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান, নিরিবিলি গ্রুপের পরিচালক সালেহীন রহমান মহিয়ান, এসিআই লিমিটেডের হেড অব বিজনেস (এসিআই এনিম্যাল হেলথ) ডা: মোহাম্মদ আমজাদ হোসেন এবং স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক কৃষিবিদ মো: এনামুল হক। অনুষ্ঠানে ফিশারিজ অনুষদের সার্বিক কার্যক্রম তুলে ধরেন প্রফেসর ড. মো: ফয়সাল।
পরে ভিসি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ফিশারিজ অনুষদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ০৩ জন শিক্ষার্থীর হাতে সম্মানজনক ডিনস অ্যাওয়ার্ড তুলে দেন। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলেনÑ ইসরাত জাহান, পূর্ণিমা রানী দেবী ও শানজিদা হামিদ প্রিয়া। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ঘন কুয়াশায় ছেয়ে গেছে নীলফামারী লস অ্যাঞ্জেলেসে দাবানল : বাতাসের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাইকে খালাস টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সিএ প্রেস উইং কাতার বলছে ইসরাইল ও হামাস এখন অস্ত্রবিরতি চুক্তির কাছাকাছি সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুনে একাধিক রিসোর্ট পুড়ে ছাই ছাগলকাণ্ড : অবশেষে মতিউর ও স্ত্রী লাকি গ্রেফতার আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে ৪ সংস্কার কমিশন

সকল