দরপতনের বৃত্তে শেয়ারবাজার
দিন শেষে সিএসইতে ৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন- নিজস্ব প্রতিবেদক
- ১৪ জানুয়ারি ২০২৫, ০১:১৮
অব্যাহত দর পতনের বৃত্তে আটকে গেছে দেশের শেয়ারবাজার। প্রতি দিনই অব্যাহত দরপতনের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। অনেক বিনিয়োগকারী নিজেকে বাজার থেকে গুটিয়ে নিচ্ছেন।
গতকাল বাজার পর্যালোচনায় দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এমন পরিস্থিতিতে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম ছিল নি¤œমুখী।
গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ দশমিক ৩৫ পয়েন্ট কমেছে। দিন শেষে ডিএসইএক্স অবস্থান ছিল ৫ হাজার ১৫১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ৬১ পয়েন্ট কমে ১ হাজার ১৫৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৯০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯১টি কোম্পানির, কমেছে ২৭৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬২টি প্রতিষ্ঠানের। গতকাল ডিএসইতে মোট ৩৯৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭১ কোটি টাকার শেয়ার ও ইউনিট।
এ দিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৯ দশমিক ৭৮ পয়েন্ট কমে ৮ হাজার ৭৬৬ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। এ দিকে শরিয়াহ সূচক ৩ দশমিক ২৩ পয়েন্ট কমে ৯২৯ পয়েন্টে রয়েছে। দিন শেষে সিএসই ৩০ সূচক ১ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৫৪ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।
গতকাল সিএসইতে ১৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫০টি কোম্পানির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত আছে ৩০টির। দিন শেষে সিএসইতে ৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
কে অ্যান্ড কিউয়ের শেয়ার বিক্রি করবে প্রগতি লাইফ: শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) এর তথ্যে দেখা যায় কে অ্যান্ড কিউয়ের ৫৮ হাজার ৫৬০টি শেয়ার বিক্রি করবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। শেয়ারবাজারে আরেক তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনায় থাকা তাবিথ এম আউয়াল ও তাফসির এম আউয়াল কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাধারণ পরিচালক। তারা উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।
শেয়ার বিক্রি করবেন তশরিফা ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা: দেশের শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক তার হাতে থাকা শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তিনি শেয়ার বিক্রি করার এ ঘোষণা দেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) এর তথ্যে দেখা যায় কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক নাঈম হাসানের কাছে ৮১ লাখ ৫৬ হাজার ৫৮১ শেয়ার রয়েছে। সেখান থেকে তিনি ১৬ লাখ ১৬ হাজার ৫৯১ শেয়ার বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবেন।
নগদ লভ্যাংশ দিয়েছে রেনাটা: দেশের শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি। গতকাল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) এর তথ্যে দেখা যায় রেনাটা পিএলসির ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৯২ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছিল। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সে হিসাবে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৯ দশমিক ২০ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে উল্লিখিত লভ্যাংশ প্রদানের অনুমোদন করা হয়।
দর বৃদ্ধির শীর্ষে মুন্নু ফেব্রিক্স: চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। গতকাল ডিএসইতে মুন্নু ফেব্রিক্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালস শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৮ দশমিক ১০ শতাংশ। আর ৬ দশমিক ৯৪ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ ছাড়া গতকাল ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রানার অটো, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট, মুন্নু এগ্রো, তাকাফুল ইন্স্যুরেন্স, স্টাইলক্রাফট এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
লেনদেনের শীর্ষে গ্রামীণফোন: গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে টাকার অঙ্কে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের। গতকাল গ্রামীণফোনের ৩৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খান ব্রাদার্সের লেনদেন হয়েছে ২১ কোটি ৭১ লাখ টাকার। আর ১৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস।
গতকাল লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- আফতাব অটোমোবাইলস, অগ্নি সিস্টেমস, স্কয়ার ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, রবি আজিয়াটা, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড। দরপতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ: গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। দিন শেষে পদ্মা ইসলামী লাইফের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ১৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৩১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।
এ দিকে গতকাল দরপতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, এসইএমইল আইবিবিএল শরিয়াহ ফান্ড, পিপলস লিজিং, সিনোবাংলা ফার্মা এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।