অপরিণত নবজাতকদের স্নায়বিক সমস্যার ঝুঁকি রয়েছে
- ১৪ জানুয়ারি ২০২৫, ০১:১৬
বিএসএমএমইউতে অপরিণত বয়সে জন্মগ্রহণকারী নবজাতকদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে তাদের ‘জীবন রক্ষায় বর্ন টু সুন : অ্যাওয়ানেস মাস্ট বি এ কনসার্ন’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ-ব্লক অডিটোরিয়ামে বিএসএমএমইউ’র সেন্ট্রাল সেমিনার সাব কমিটির উদ্যোগে আয়োজিত ‘অপরিণত বয়সে জন্মগ্রহণ : সচেতনতাই মূল পদক্ষেপ’ শীর্ষক সেমিনারে প্রিম্যাচুরিটি নিয়ে নানা দিক আলোচনা করা হয়। গর্ভাবস্থায় সঠিক পুষ্টি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মানসিক চাপ কমানো, অপরিণত নবজাতক এর জন্য কাংগারু মাদার কেয়ার নিশ্চিত করা, প্রথম এক বছর সমন্বিত চিকিৎসার অধীনে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে বক্তারা বলেন, অপরিণত অবস্থায় জন্মগ্রহণকারী নবজাতকদের স্নায়বিক বিকাশজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম বলেন, অ্যাভিডেন্স বেইজড ট্রিটমেন্ট বা প্রমাণভিত্তিক চিকিৎসার ওপর অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ এটা বৈজ্ঞানিক প্রমাণ, চিকিৎসকের অভিজ্ঞতা ইত্যাদির ওপর নির্ভর করে। চিকিৎসা পদ্ধতি নির্ধারণের জন্য প্রমাণিত গবেষণা, ক্লিনিক্যাল স্টাডি, অভিজ্ঞতা একত্র করেই যথাযথ চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয় বলে চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রেও প্রমাণভিত্তিক চিকিৎসা অত্যন্ত জরুরি।
সেন্ট্রাল সেমিনার সাব কমিটির চেয়ারপারসন অধ্যাপক ডা: আফজালুন নেছার সভাপতিত্বে ও ডা: খালেদ মাহবুব মোর্শেদের (মামুন) সঞ্চালনায় অনুষ্ঠিত সেন্ট্রাল সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ। সেমিনারে মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ ও শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো: আতিয়ার রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সেমিনারে নিওনেটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা: এম এ মান্নান তার উপস্থাপিত ‘প্রিম্যাচুরিটি : অ্যাকসেস টু কোয়ালিটি কেয়ার এভরিহোয়ার’ শীর্ষক প্রবন্ধে বলেন, প্রিম্যাচুর নবজাতকদের জন্য সঠিক চিকিৎসা ও পরিচর্যা অত্যন্ত জরুরি।
সেমিনারে পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা: কানিজ ফাতেমা তার উপস্থাপিত ‘লং-টার্ম নিউরোডেভেলপমেন্টাল আউটকামস ইন প্রিম্যাচুর ইনফান্টস : অ্যাভিডেন্স-বেইজড স্ট্র্যাটেজিস ফর ফলোআপ’ শীর্ষক প্রবন্ধে বলা হয়, যে সমস্ত শিশু অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করে তাদের মধ্যে ১০ শতাংশ থেকে ৫০ শতাংশের ভবিষ্যতে স্নায়বিক বিকাশজনিত সমস্যা যেমন- সেরেব্রাল পালসি, অটিজম, অতিচঞ্চলতা, মৃগীরোগ ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য অপরিণতভাবে জন্মগ্রহণকারী শিশুদের জন্মের প্রথম এক বছর সমন্বিত চিকিৎসার অধীনে রাখা প্রয়োজন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা