১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

শেয়ারবাজারে অব্যাহত পতনে বেসামাল বিনিয়োগকারীরা

-

দেশের শেয়ারবাজার উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থার নানামুখী উদ্যোগের পরও থামছে না দর পতন। নতুন বছরে শেয়ারবাজার ঘুড়ে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। এমন পরিস্থিতিতে অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা নেমে এসেছে।
গতকাল দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। তবে গতকাল উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম ছিল নিম্নমুখী। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৮ দশমিক ২০ পয়েন্ট কমেছে। দিনশেষে ডিএসইএক্সের অবস্থান ছিল ৫ হাজার ১৫৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ১৫৭ পয়েন্টে অবস্থান করছে। এ দিকে ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৯০৭ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।
গতকাল ডিএসইতে মোট ৩৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৯টি কোম্পানির, কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির। এ দিকে গতকাল ডিএসইতে মোট ৩৭১ কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৩২৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ২৫ পয়েন্ট কমেছে। দিন শেষে সিএসসিএক্স সূচকের অবস্থান ছিল ৮ হাজার ৭৮৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৪ দশমিক ১৩ পয়েন্ট। দিনশেষে সিএএসপিআইর অবস্থান ছিল ১৪ হাজার ৪৪৫ পয়েন্টে। শরিয়াহ সূচক শূন্য দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৯৩২ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। এবং সিএসই ৩০ সূচক ৪৩ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১১ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সিএসইতে ১৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৯টি কোম্পানির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত আছে ৩৬টি কোম্পানির। দিন শেষে সিএসইতে ৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হাতবদল ৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
শেয়ার কিনবেন ইবনে সিনার মনোনীত পরিচালক: শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একজন মনোনীত পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যে দেখা যায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একজন মনোনীত পরিচালক এ কে এম সদরুল ইসলাম। তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ৫১৫টি শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজারদরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে কোম্পানিটির এই মনোনীত পরিচালক।
দরপতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক: গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। গতকাল কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের দর কমেছে আগের দিনের তুলনায় ৮ দশমিক ৬৮ শতাংশ। আর ৭ দশমিক ৫৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ। এ ছাড়া গতকাল ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বে লিজিং, ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড, ফনিক্স ফাইন্যান্স, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, ফারইস্ট ফাইন্যান্স, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ও প্যাসিফিক ডেনিম্স।
দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স: গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। গতকাল ডিএসইতে খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ১৬ শতাংশ। আর ৭ দশমিক ২২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফাস্টর্ মিউচুয়াল ফান্ড। এ ছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, এইচ আর টেক্সটাইল, আফতাব অটোজ, ইউনাইটেড ইন্সু্যরেন্স, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও রানার অটো।
লেনদেনের শীর্ষে ফাইন ফুডস: গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। গতকাল কোম্পানিটির ১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৩ লাখ টাকার। আর ১২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আফতাব অটোমোবাইলস লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফাস্টর্ মিউচুয়াল ফান্ড, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিএসসি, গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড।


আরো সংবাদ



premium cement
খাগড়াছড়িতে ট্রাক্টরচাপায় চালক নিহত সীমান্তে উত্তেজনা : এবার নয়া দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাল্টা তলব ভ্যাট বৃদ্ধির প্রতিবাদ যশোর চেম্বারের কুষ্টিয়ায় জামায়াত-জাসদ সংঘর্ষ : আহত জামায়াত কর্মীর মৃত্যু বিপিজেএর নবনির্বাচিত সভাপতি হারুন জামিলকে প্রেসক্লাব চৌগাছার অভিন্দন রংপুরে নেসকোর সভায় মুজিববর্ষের ছবি নিয়ে তুমুল হট্টগোল আশুলিয়ায় পাওনা টাকার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ দুই ম্যাচ পর আবারো হার সিলেটের, চট্টগ্রামের বড় জয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনিরের স্থাবর সম্পদ জব্দ এইচএমপিভি ভাইরাস রোধে আখাউড়া চেকপোস্টে মেডিক্যাল ক্যাম্প স্থাপন বগুড়ায় বাইক-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

সকল