মেঘনা ব্যাংক ও শেয়ারট্রিপের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি
- ১২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শেয়ারট্রিপের করপোরেট অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের হেড অব কার্ডস (ইনচার্জ) মোকছেদুর রহমান এবং শেয়ারট্রিপ লিমিটেডের জেনারেল ম্যানেজার ফারুক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের হেড অব অ্যালায়েন্স সুলতানুল আরেফিন সানি এবং শেয়ারট্রিপ লিমিটেডের মার্কেটিং বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার মো: নাফিজ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা