০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

-

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ১৫২টি শাখার প্রধান, ৪৫টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, রিজিওনাল হেড ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ারুল হক এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউল্লাহ, ব্যাংকের পরিচালক আলহাজ মোশাররফ হোসেন এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ড. তাপস চন্দ্র পাল। এ ছাড়াও উপস্থিত ছিলেন- উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো: জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মো: জাহিদ হোসেনসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement