০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

বিএসএমএমইউতে এবিসি অব রিসার্চ মেথোডলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স বইয়ের মোড়ক উন্মোচন

-

বিএসএমএমইউতে মেডিক্যাল গবেষণা ও থিসিস কার্যক্রমকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডা: মো: মোজ্জাম্মেল হক রচিত এবিসি অব রিসার্চ মেথোডলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স বইয়ের পঞ্চম সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম।
তিনি বলেন, বইটিতে ২৬টি চ্যাপ্টার রয়েছে। সারভাইবাল অ্যানালাইসিসসহ এমন বিষয় রয়েছে যা প্রমাণ করে বিএসএমএমইউর গবেষণা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ নলেজ জেনারেট করা। সে জন্য প্রয়োজন গবেষণার। মনে রাখতে হবে, চিন্তাকে স্ট্রাকচারালে রূপান্তর করাই রিসার্স মেথোডলজি, যা গবেষণার জন্য অপরিহার্য। তাই বইটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও গবেষণার গুণগতমান বৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখবে। তবে রোগীদের চাহিদা পূরণ করতে গবেষণা যাতে পাবলিক হেলথ ও রোগ প্রতিরোধ সম্পর্কিত হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা: মো: মোজাম্মেল হক। মুখ্য আলোচক অধ্যাপক শুভাগত চৌধুরীর লিখিত বক্তব্য পাঠ করে শোনান রেসিডেন্ট ডা: শরিফ আল-নূর। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: রুহুল আমিন, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মাহবুব মোতানাব্বী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement