ড্যাফোডিলে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্প্রিং ২০২৫’ অনুষ্ঠিত
- ১২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
নতুন সেমিস্টারের প্রায় ৩ হাজার ৭০০ নবীন শিক্ষার্থীকে এক সঙ্গে বরণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। আলোচনা সভা, পরিচিতি পর্ব, খেলাধুলা আর সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্প্রিং ২০২৫’ উদযাপন করেন নবীন শিক্ষার্থীরা।
গতকাল সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত বিশ^বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সীমান্ত ব্যাংকের এমডি এবং সিইও রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. এম লুৎফর রহমান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো: সবুর খান, এপিক গ্রুপের হেড অব ইন্টারনাল অডিট হাসান ইসলাম। এ ছাড়া বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অর্জন এবং সফলতাগুলো ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা