১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

সপ্তাহের শেষ দিনে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

-

দেশের শেয়ারবাজার সপ্তাহজুড়ে ওঠানামার মধ্য দিয়ে পার করলেও শেষ দিনে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের কার্যদিবসের তুলনায় টাকার অঙ্কে লেনদেন বৃদ্ধি পেয়েছে। একই সাথে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম ছিল ঊর্ধ্বমুখী।
বাজার বিশ্লেষণে দেখা যায় গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯; শমিক ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে। এ দিকে ডিএস-৩০ সূচক ৩ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৭টি কোম্পানির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টির। গতকাল ডিএসইতে মোট ৩২৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে হাত বদল হয়েছিল ৩০৭ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে ৮ হাজার ৭৯৭ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক সিএএসপিআই ২০ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৫৯ পয়েন্টে, শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৯৩৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৬ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১১ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮২টি কোম্পানির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত আছে ২৭টির। দিন শেষে সিএসইতে ৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।


৬ লাখ শেয়ার কিনবেন এসিআইর এমডি
দেশের শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. আরিফ দৌলা শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি নিজ কোম্পানির ৬ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। উল্লিখিত পরিমান শেয়ার তিনি ডিএসইর ব্লক মার্কেট থেকে কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষিত শেয়ার ক্রয় শেষ করবেন কোম্পানিটির এ ব্যবস্থাপনা পরিচালক।


দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচ আর টেক্সটাইল লিমিটেডের শেয়ারের দাম আগের দিনের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। আর ৮ দশমিক ৮৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।
এছাড়া গতকাল ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমান ফিড লিমিটেড, স্কয়ার নিট কম্পোজিট পিএলসি, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আমান কট্টন ফেব্রিয়াস লিমিটেড এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

দরপতনের শীর্ষে রতনপুর স্টিল
গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। গতকাল কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৪ দশমিক ৮৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসবিএসি ব্যাংকের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৪ দশমিক ৩৫ শতাংশ। আর ৪ দশমিক ০৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এদিকে গতকাল ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক অ্যাসোসিরিজ লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, হামিড ফেব্রিকস পিএলসি, ফারইস্ট ইসলামী লাইফ ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড এবং ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।


লেনদেনের শীর্ষে গ্রামীণফোন
গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীণফোন। কোম্পানিটির ১৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ কোটি ৩৮ লাখ টাকা লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ এবং ১২ কোটি ১৫ লাখ টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অগ্নি সিস্টেমস, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, রবি অজিয়াটা, যমুনা ব্যাংক, আফতাব অটো ও ফারইস্ট নিটিং।


আরো সংবাদ



premium cement