১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

অটোমেশনের আওতায় এলো সিভাসুর পিআরটিসির ল্যাবরেটরি সেবা

-

অটোমেশনের আওতায় এলো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পোল্ট্রি রিসার্চ ও ট্রেনিং সেন্টারের (পিআরটিসি) ল্যাবরেটরি সেবা প্রদান কার্যক্রম। এখন থেকে সেবাগ্রহীতারা তাদের আমদানি-রফতানিকৃত পণ্যের ল্যাবরেটরি টেস্টের রিপোর্ট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।
গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিআরটিসি ল্যাবের এই অটোমেশন প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভাসুর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কৃষিবিষয়ক সংস্থা ইউএসডিএ (ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার) ফান্ডেড বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এই অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে।
পিআরটিসির পরিচালক প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএফ প্রকল্পের পরিচালক মিশেল জে. পার চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আলমগীর এবং কাস্টম হাউস, চট্টগ্রামের সহকারী কমিশনার মো: রাজিব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিভাসুর মাইক্রোবায়োলজি ও ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ও পিআরটিসির সাবেক পরিচালক প্রফেসর ড. হিমেল বড়–য়া।
পিআরটিসির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা: মো: ইনকেয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অটোমেশন প্রক্রিয়ার ওপর প্রেজেন্টেশন দেন পিআরটিসির ফিড অ্যানালাইসিস অ্যান্ড ফুড সেফটি ল্যাবরেটরির ইন-চার্জ ড. মাহাবুব আলম। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement

সকল