০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

-

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাস্ক ফোর্স কমিটির সভা গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো: ইয়াহিয়া এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: মাসুদুর রহমান শাহ ও মো: সিরাজুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও নির্বাহী, আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সভায় যুক্ত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রত্যয়ের আলোকে অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে পৌঁছে দিয়ে প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণ আমাদের লক্ষ্য। তিনি নতুন আমানত বৃদ্ধি ও খেলাপি বিনিয়োগ আদায় জোরদারসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শতভাগ শরিয়াহ পরিপালন করে ব্যাংকিং করার জন্য নির্দেশনা দেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement