০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

এক দিনের ব্যবধানে আবার নিম্নমুখী শেয়ারবাজার

-

এক দিনের ব্যবধানে আবার নিম্নমুখী দেশের শেয়ারবাজার। নতুন বছরের এক সপ্তাহ অতিক্রম করলেও সুখবর নেই শেয়ারবাজারে। চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। একই সাথে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
গতকাল বাজার পর্যালোচনায় দেখা যায় ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে। গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৬ পয়েন্ট কমেছে। দিন শেষে ডিএসইএক্সের অবস্থান ছিল ৫ হাজার ১৯০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৯২২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ দিকে গতকাল ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬২টি কোম্পানির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির। গতকাল ডিএসইতে মোট ৪২৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৩৬২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এ দিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৯ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮২৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০২ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩ দশমিক ০৩ পয়েন্ট কমে ৯৩৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৮ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১১ হাজার ৯৭৯ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সিএসইতে ২০৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৯টি কোম্পানির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ২৬টির। গতকাল দিনশেষে সিএসইতে ৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

দরপতনের শীর্ষে ফাইন ফুডস
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে গতকাল দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৯ টকা ৭০ পয়সা বা ৭ দশমিক ২৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এ দিকে দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অনলিমায়ার ডায়িং লিমিটেডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ টাকা বা ৬ দশমিক ৯০ শতাংশ। আর ৫ দশমিক ২৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড। এ ছাড়া গতকাল ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, উসমানীয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমেটেড, বীকন ফার্মাসিটিক্যালস পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

দরবৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়েটার
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা বা ৯ দশমিক ৪৩ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিং পিএলসির শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা ৮ দশমিক ৭৭ শতাংশ। আর ৮ দশমিক ৫৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এসবিএসি ব্যাংক পিএলসি।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আছে আইসিবি এএমসিএল ফাস্টর্ অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি ও হামিদ ফেব্রিকস পিএলসি।

লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৮২ লাখ টাকার। ১২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রবি আজিয়াটা লিমিটেড, ড্রাগন সুয়েটোর অ্যান্ড স্পিনিং লিমিটেড, এশিয়াটিক ল্যাব্রেটরিজ লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


আরো সংবাদ



premium cement

সকল