পূবালী ব্যাংক ও ডেল্টা লাইফের ব্যাংকাস্যুরেন্স সেবার যাত্রা শুরু
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি ইন্সু্যরেন্স সেবা দিতে ব্যাংকাস্যুরেন্স সেবা চালু করেছে পূবালী ব্যাংক। প্রধান কার্যালয় মিলনায়তনে পূবালী ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইন্সু্যরেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। গেস্ট অব অনার ছিলেন ডেল্টা লাইফ ইন্সু্যরেন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এবং হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মনির উদ্দিন আহমদ ও আজিজুর রহমান এবং ডেল্টা লাইফ ইন্সু্যরেন্সের পরিচালনা পর্ষদের স্পন্সর সদস্য জিয়াদ রহমান এবং আদিবা রহমান, সিইও উত্তম কুমার সাধু, কনসালটিং অ্যাকচুয়ারি ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী। বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা