ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, সংশ্লিষ্টদের সাথে আলোচনায় বসবেন অর্থ উপদেষ্টা
আগের দিনের তুলনায় ডিএসইতে বেড়েছে লেনদেন- নিজস্ব প্রতিবেদক
- ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
সপ্তাহের প্রথম দিনের লেনদেনে দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা দেখা গেলেও দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সাথে আগের দিনের তুলনায় ডিএসইতে বেড়েছে লেনদেন। তবে লেনদেনের ক্ষেত্রে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে সিএসইতে। এ দিকে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে সিএসইতে।
গতকাল বাজার পর্যালোচনায় দেখা যায় দিনের লেনদেন শেষে গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৩৩ দশমিক ৬৭ পয়েন্ট। দিন শেষে ডিএসইএক্স ৫ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে। এ দিকে ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১৩ দশমিক ৪৭ পয়েন্ট। দিন শেষে গতকাল শরিয়াহ সূচক ১ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে। এ দিকে ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৩ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। গতকাল ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৩টি কোম্পানির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির। গতকাল ডিএসইতে মোট ৩৬২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩১১ কোটি ৬৬ লাখ টাকা।
এ দিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮০৮ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে, শরিয়াহ সূচক শূন্য দশমিক ৭১ পয়েন্ট কমে ৯৩০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১১ হাজার ৯৪১ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সিএসইতে ২১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৭টি কোম্পানির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত আছে ৩২টির। দিন শেষে সিএসইতে ৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
সঙ্কট নিরসনে ডিএসইতে সংশ্লিষ্টদের আলোচনায় বসবেন অর্থ উপদেষ্টা : দেশের পুঁজিবাজারে চলমান সঙ্কট নিরসনে করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে আলোচনায় বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর নিকুঞ্জে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ডিএসইর পরিচালক শাকিল রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএসইর পরিচালনা পর্ষদের উদ্যোগে এ আলোচনা সভায়- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
দরবৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস: গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। গতকাল ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। দর বৃদ্ধি শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড।
প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ২০ শতাংশ। এ ছাড়া গতকাল ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বীকন ফার্মাসিটিক্যালস পিএলসি, বাংলাদেশ মনসপুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল লাইফ ইন্স্যরেন্স পিএলসি, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড এবং বাংলাদেশ অটোকার্স লিমিটেড।
দরপতনের শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যালস: গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। গতকাল কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ। এতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে প্রতিষ্ঠানটি। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫ দশমিক ১৩ শতাংশ। এ দিকে ৪ দশমিক ৬৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এ ছাড়া গতকাল ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড, ওইমেক্স ইলেক্ট্রোড লিমিটেড, অলেম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড, টাল্লু স্পিনিং মিলস লিমিটেড, ইসলামী ব্যাংক পিএলসি, ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
লেনদেনের শীর্ষে ফাইন ফুডস: গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। গতকাল কোম্পানিটির ১৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। এ দিকে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৪ লাখ টাকার। ১২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
দিনশেষে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রবি আজিয়াটা লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, ওইমেক্স ইলেক্ট্রোড লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা