০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

ঢাবি জহুরুল হক হলে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

-

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা রোববার সন্ধ্যায় হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ফারুক শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিসির সহধর্মিণী মুশতারী বেগম খান সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবাসিক হলসমূহে অনেকগুলো উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা এখন প্রথম বর্ষ থেকেই মেধার ভিত্তিতে সিট পাচ্ছে এবং সুশৃঙ্খল পরিবেশে হলে অবস্থান করছে। হলে নবপ্রতিষ্ঠিত ক্লাবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সহযোগী ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের এ ধরনের সহযোগিতা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সাহস জোগায়। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা একটি নতুন পরিবেশে প্রবেশ করেছি। এর ধারাবাহিকতায় হলে হলে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, নবীনবরণ ও বিদায় সংবর্ধনা উপলক্ষে হলে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এবং বিভিন্ন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হলে নবপ্রতিষ্ঠিত কুইজ ক্লাব, হল সাহিত্য সংসদ, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব এবং সংস্কারকৃত পাঠাগারের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement