শেয়ারবাজারে সূচক নিম্নমুখী কমেছে লেনদেন
- নিজস্ব প্রতিবেদক
- ০৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
নতুন বছরে ঘুরে দাঁড়াবে দেশের শেয়ারবাজার-বিনিয়োগকারীদের এমন প্রত্যাশা থাকলেও দেখা যাচ্ছে তার উল্টো। এরই ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কার্মদিবসে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের তুলনায় টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সাথে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
শেয়ারবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলেন ব্যাংক ঋণের সুদের হার বেড়ে যাওয়ার কারণে দেশের শেয়ারবাজারে প্রভাব পড়েছে। বিনিয়োগকারীরা শেয়ারবাজার থেকে টাকা তুলে নিয়ে সার্টিফিকেট ক্রয় করছে। এতে শেয়ারবাজারে বিনিয়োগ কমে যাচ্ছে। শেয়ারবাজার ভালো করতে ব্যাংকে ঋণের সুদের হার কমাতে হবে বলে তিনি মনে করেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ দশমিক ৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১ হাজার ১৪৮ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস৩০ সূচক ১১ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৩টি কোম্পানির, কমেছে ২৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। গতকাল ডিএসইতে মোট ৩০৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে হাত বদল হয়েছিল ৩১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬১ দশমিক ৩৮ পয়েন্ট কমে ৮ হাজার ৭৯৮ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক সিএএসপিআই ১০৩ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৪৯ পয়েন্টে অবস্থান নিয়েছে, শরিয়াহ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট কমে ৯২৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৫৯ দশমিক ০৯ পয়েন্ট কমে ১১ হাজার ৯৩৩ পয়েন্টে অবস্থান করছে।
গতকাল সিএসইতে ১৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৩টি কোম্পানির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত আছে ১৮টির। দিন শেষে সিএসইতে ১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০১ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
সফটওয়্যারে জটিলতা: ডিএসইতে লেনদেন শুরু দেড় ঘণ্টা বিলম্বে : শেয়ার কেনাবেচায় ব্যবহৃত সফটওয়্যারে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর। গতকাল সকাল ১০টায় নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে গিয়ে জটিলতা ধরা পড়ে। ত্রুটি সারিয়ে লেনদেন শুরু করতে বেলা সাড়ে ১১টা বেজে যায়।
ব্রোকারেজ হাউজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম বলেন, গতকাল সব প্রস্তুতি নিয়েও তারা সার্ভারে প্রবেশ করতে পারছিলেন না। পরে ডিএসই থেকে ইমেইলের মাধ্যমে তাদের জটিলতার কথা জানানো হয়। তিনি বলেন, ‘আমরা ১০টার অনেক পরে একটি চিঠি পাই। এর আগেই ডিএসইর সাথে যোগাযোগ শুরু করে আমাদের আইটি বিভাগ। আমাদের জানানো হয়, কারগিরি ত্রুটির কারণে অনিবার্য কারণবশত ট্রেড সাসপেন্ড করা হয়েছে। সমস্যার সমাধান হলে ট্রেড পুনরায় শুরু হবে।
লেনদেন শুরু হওয়ার পর ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। আইটি টিম কাজ করে সমাধান করায় লেনদেন শুরু হয়েছে। কেন এ রকম হলো তার ব্যাখ্যা বিনিয়োগকারীদের দেয়া হবে।’
দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকস : গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড। তথ্যে দেখা যায়, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৫১ বারে ২৩ লাখ ৪৯ হাজার ৮৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৪ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে তাকাফুল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯ বারে ১৮ হাজার ৪৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।
দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক : এদিকে গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। তথ্যে দেখা যায়, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২৯ বারে ২৬ লাখ ৬৩ হাজার ১৩৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৯৪ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৫৩ বারে ১ কোটি ১১ লাখ ৮২ হাজার ২৯৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৫ লাখ টাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা