০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সাউথইস্ট ব্যাংকের এমডির সাথে গ্রামীণফোনের সিনিয়র টিমের সাক্ষাৎ

-

করপোরেট সুসম্পর্ক জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা অন্বেষণে গ্রামীণফোন লিমিটেডের হেড অব লার্জ করপোরেট এম শাওন আজাদের নেতৃত্বে গ্রামীণফোন লিমিটেডের একটি সিনিয়র প্রতিনিধিদল সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো: ছাদেক হোসাইনের সঙ্গে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। টেলিনর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান, যা উন্নত মোবাইল সেবার মাধ্যমে কানেক্টিভিটি এবং সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো: ছাদেক হোসাইন গ্রাহকদের আরো ভালো সেবা দিতে উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রতি সাউথইস্ট ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি গ্রামীণফোনের মতো শিল্প নেতাদের সাথে অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকিং সেবা রূপান্তরের চলমান প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
এ সময় এম শাওন আজাদ গ্রামীণফোনের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্ব তৈরি এবং গ্রাহকদের ক্ষমতায়ন ও ডিজিটালাইজেশনকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি তুলে ধরেন।

সাক্ষাৎকালে সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, মাছুম উদ্দিন খান এবং গ্রামীণফোন লিমিটেডের জেনারেল ম্যানেজার, মো: শাখাওয়াত হোসাইন খান, কি অ্যাকাউন্ট ম্যানেজার- মুন মুন নওশাদ, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার- ফেরদোসি আহমেদ এবং আইসিটি প্রি-সেলস এক্সপার্ট- সালওয়া ইসলাম টুইংকেলসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement