শেয়ারবাজারে এক সপ্তাহে মূলধন বেড়েছে ৫৭৮০ কোটি টাকা
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৩৮
নতুন বছরের আগমনের সাথে সাথে শেয়ারবাজারে বইতে শুরু করেছে সুবাতাস। নতুন বছরের প্রথম দিন বেড়েছে সূচক। গত এক সপ্তাহে বাজার পর্যালোচনায় দেখা যায় শেয়ারবাজারের সাথে বেড়েছে বাজার মূলধন। গত এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৭৮০ কোটি টাকা। এ দিকে বাজার পর্যালোচনায় দেখা যায় তালিকাভুক্ত ব্যাংকগুলো রেকর্ড মুনাফা করেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, তালিকাভুক্ত অন্য প্রতিষ্ঠানগুলো ভালো না করতে পারলেও আর্থিক খাতের ব্যাংকগুলো মুনাফার ক্ষেত্রে চমক দেখিয়েছে।
শেয়ারবাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যদিয়ে লেনদেন হয়েছে। নতুন বছরে প্রথম সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ২১৮ কোটি ৩৩ লাখ টাকা। একই সঙ্গে আলোচ্য সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৯১ কোটি টাকা।
সূচকের উত্থান-পতনের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩৯২ কোটি ৪৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৪ কোটি ১৫ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ২১৮ কোটি ৩৩ লাখ টাকা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ৪২ শতাংশ বা ২ হাজার ৭৯১ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬২ হাজার ৯৫১ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ১৬০ কোটি টাকা। এ দিকে চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর দুটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ। এ ছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ০ দশমিক ৯৯ পয়েন্ট বা ১১ দশমিক ৫৪ শতাংশ।
ডিএসসির তথ্যে দেখা যায়, শেয়ারবাজারে গত এক সপ্তাহে প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৫৪ কোটি ৫৯ লাখ টাকা বা ১৮ দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ১২ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ২৯৩ কোটি ৫৩ লাখ টাকা। গত এক সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৪টি কোম্পানির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম। এ দিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ১২টি ব্যাংকের সদ্য সমাপ্ত ২০২৪ সালের পরিচালন মুনাফার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অনেক ব্যাংকের মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি দেখা গেছে। মুনাফার তথ্য পাওয়া ব্যাংকগুলো হলো- নওয়ান, ব্র্যাক, সিটি, ডাচ-বাংলা, প্রাইম, ব্যাংক এশিয়া, ইস্টার্ন, এক্সিম, এমটিবি, শাহজালাল, মার্কেন্টাইল ও প্রিমিয়ার ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ব্যাংকগুলোর মধ্যে পরিচালন মুনাফা প্রবৃদ্ধির দিক এগিয়ে রয়েছে ওয়ান ব্যাংক। এর পরিচালনা মুনাফা বৃদ্ধি পেয়েছে প্রায় ১৩০ শতাংশ। এর পর রয়েছে ব্র্যাক ব্যাংক ৭২ শতাংশ এবং সিটি ব্যাংক ৬৯ শতাংশ। কেবল ২০২৪ সালে প্রিমিয়ার ব্যাংকের মুনাফা কমেছে। ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ পরিচালন মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক। ওয়ান ব্যাংক: ২০২৪ সালে ৮৩০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ওয়ান ব্যাংক। ২০২৩ সালে ব্যাংকটির এ মুনাফা ছিল ৩৬১ কোটি টাকা। সে হিসাবে সদ্য বিদায়ী বছরে ওয়ান ব্যাংকের পরিচালন মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ১২৯ দশমিক ৯১ শতাংশ।
এ দিকে দেখা যায় ব্র্যাক ব্যাংক : ২০২৪ সালে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক। ২০২৩ সালে ব্যাংকটির এ মুনাফা ছিল ১ হাজার ৩৯৩ কোটি টাকা। সে হিসাবে ব্র্যাক ব্যাংকের পরিচালন মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৭২ দশমিক ২৯ শতাংশ।
সিটি ব্যাংক : আগের বছরের তুলনায় ২০২৪ সালে ৬৯ দশমিক ৫৩ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে সিটি ব্যাংক। ২০২৩ সালে প্রথম প্রজন্মের এ বেসরকারি ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৩৪৯ কোটি টাকা। গত বছর এ মুনাফা বেড়ে ২ হাজার ২৮৭ কোটি টাকায় ঠেকেছে। ব্যাংকটির ইতিহাসে এটিই পরিচালন মুনাফার সর্বোচ্চ রেকর্ড।
এ দিকে ডাচ্-বাংলা ব্যাংক : পরিচালন মুনাফায় ৬১ দশমিক ৭১ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে ডাচ্-বাংলা ব্যাংকও। গত বছর ব্যাংকটি ২ হাজার ২৮৫ কোটি টাকার পরিচালন মুনাফা পেয়েছে। যেখানে ২০২৩ সালে ডাচ্-বাংলার পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৪১৩ কোটি টাকা।অন্য ব্যাংকগুলোর মধ্যে ২০২৪ সালে ব্যাংক এশিয়া ১ হাজার ৭০০ কোটি, ইস্টার্ন ব্যাংক ১ হাজার ৬৭৫ কোটি, প্রাইম ব্যাংক ১ হাজার ৫০০ কোটি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ১ হাজার ১১০ কোটি, শাহ্জালাল ইসলামী ব্যাংক ১ হাজার ৫০ কোটি, এক্সিম ব্যাংক ৯৭৫ কোটি, প্রিমিয়ার ব্যাংক ৮৫০ কোটি, ওয়ান ব্যাংক ৮৩০ কোটি ও মার্কেন্টাইল ব্যাংক ৬৪৪ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা