বিএসএমএমইউতে রোগীদের অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা জোরদারে সভা অনুষ্ঠিত
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৩৬
রোগীদের সুবিধার্থে অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গতকাল বিএসএমএমইউ প্রশাসনের সাথে আইসিটি সেলের একটি গুরুত্বপূর্ণ সভা ভিসি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনে বহির্বিভাগের টিকিট প্রাপ্তির বিষয় সহজীকরণে গুরুত্বারোপ করা হয়।
অনলাইনে সম্পূর্ণরূপে বহির্বিভাগের টিকিট প্রাপ্তি ও অ্যাপয়েনমেন্ট নিশ্চিত করা গেলে রোগীরা উপকৃত হবেন। এতে করে বহির্বিভাগে টিকিটের জন্য রোগীদের ভিড় এড়ানো সম্ভব হবে। একই সাথে রোগীরা ডাক্তার দেখানোর জন্য নির্ধারিত সময়ে এসে পরামর্শ বা ব্যবস্থাপত্র নিতে পারবেন। এতে করে রোগীদের সময়ও সাশ্রয় হবে। রোগীরা বিএসএমএমইউর ওয়েবসাইটে ঢুকে এই সেবা নিতে পারবেন।
সভায় ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলমসহ সম্মানিত প্রোভিসি ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ ও ডা: মো: মুজিবুর রহমান হাওলদার (গবেষণা ও উন্নয়ন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রক্টর ডা: শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা: মো: জিল্লুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা: এ কে এম আকতারুজ্জামান, ভিসির একান্ত সচিব ডা: মো: রুহুল কুদ্দুস বিপ্লব, আইসিটি সেলের প্রোগ্রামার মো: মারুফ হোসেন, সহকারী ইঞ্জিনিয়ার মো: মাহমুদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা