এমিরেটসের নতুনতম এয়ারবাস এ৩৫০ এর প্রথম গন্তব্য এডিনবার্গ
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৩৬
এমিরেটস এয়ারলাইনস গত ৩ জানুয়ারি থেকে স্কটল্যান্ডের এডিনবার্গে তাদের বহরের নতুনতম সংযোজন এয়ারবাস এ৩৫০ এর সাহায্যে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এটি এয়ালাইন্সটির এ৩৫০ এর প্রথম গন্তব্য। আগামী দিনগুলোতে এই এয়ারবাসের সাহায্যে মুম্বাই, আহমেদাবাদ, কুয়েত, বাহরাইন, কলম্বো, লিয়ন, মাসকাট এবং বালোনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে এয়ারলাইনসটি।
জ্বালানি সাশ্রয়ী এবং দুই আইল বিশিষ্ট সুপরিসর নতুন এই এয়ারবাসের বৈশিষ্ট্য হলো নতুন প্রজন্মের কেবিন ডিজাইন যা যাত্রীদের জন্য অনেক বেশি আরামদায়ক এবং অসাধারণ কেবিন সেবা। কেবিনগুলোর ছাদ অপেক্ষাকৃত উঁচু এবং আসনগুলোর মধ্যস্থিত আইলগুলো বেশ প্রশস্ত। ৪ক এবং ৪ক ঐউজ আলট্রা রেসপনসিভ টাসস্ক্রিন উপভোগ করতে পারবেন যাত্রীরা। দ্রুততর ওয়াই-ফাই, নিরবচ্ছিন্ন বৈশ্বিক যোগাযোগের সুযোগ পাওয়া যাবে।
এমিরেটস এ৩৫০ এ ৩টি যাত্রী কেবিনের ইকোনমি শ্রেণীতে ৩১২টি, বিজনেস শ্রেণীতে ৩২টি এবং প্রিমিয়াম ইকোনমি শ্রেণীতে ২১টি যাত্রী আসন রয়েছে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা