শ্রমজীবী মানুষ হচ্ছে দেশ গড়ার কারিগর
- আ ন ম শামসুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৩৬
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, এই দেশে শ্রমিক ও মেহনতী মানুষ একটা বড় ধরনের অংশ। বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে ৬০ ভাগের অধিক হচ্ছে শ্রমজীবী ও মেহনতি। এই শ্রমজীবী ও মেহনতি মানুষ হচ্ছে দেশ গড়ার, দেশ পরিচালনা ও উন্নয়নের কারিগর। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। দুঃশাসন থেকে মুক্ত হয়ে সুশাসন পেতে হলে আল্লাহর পক্ষ থেকে দেয়া জীবন বিধান কায়েম করা ছাড়া মানুষের শান্তির আর কোনো ঠিকানা নেই।
তিনি গতকাল শনিবার সকালে সাতকানিয়া রিসোর্ট কমিউনিটি সেন্টার হলরুমে সাতকানিয়া উত্তর সাঙ্গু সাংগঠনিক থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাতকানিয়া উত্তর সাঙ্গু সাংগঠনিক থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ ফোরকান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় সহ-সম্পাদক চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো: মোক্তার হোসেন সিকদার, সাতকানিয়া উত্তর সাঙ্গু সাংগঠনিক থানার প্রধান উপদেষ্টা মাস্টার সিরাজুল ইসলাম, উপদেষ্টা মো: ইলিয়াছ।
সম্মেলনে মো: ফোরকান আজাদকে সভাপতি ও মো: ইউনুচকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা