এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৩৫
‘স্বল্প খরচে মানসম্মত উচ্চ শিক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছে। ঢাকার আশুলিয়ায় স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। এরপর কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এইউবির প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। পরে একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
এরপর আলোচনা সভা শেষে কেক কেটে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেককে ফুলেল শুভেচ্ছা জানান বোর্ড অব ট্রাস্টিজের ও সিন্ডিকেট সদস্যরা, ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা। আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন এইউবি রেজিস্ট্রার এম এ মোতালিব চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুক্তাশা দীনা চৌধুরী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানের সমন্বয় করেন ছাত্র কল্যাণ উপদেষ্টা জহিরুল ইসলাম জুয়েল। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা