সিভাসুর বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যাত্রা শুরু
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৫
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম গতকাল শুরু হয়েছে।
এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের হাটহাজারীর রিসার্চ ও ফার্ম বেইসড ক্যাম্পাসে অবস্থিত বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে শিক্ষার্থীদের জন্য এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিভাসু’র ভিসি এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ-আল-নাহিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা