সোশ্যাল ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন এ এ এম হাবীবুর রহমান
- ০২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন এ এ এম হাবীবুর রহমান। ইসলামী ব্যাংকিংয়ে প্রায় ৪০ বছরের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এ এ এম হাবীবুর রহমান প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সুদীর্ঘ ৩৫ বছর তিনি ইসলামী ব্যাংকের লোকাল অফিস, চক মুঘলটুলী শাখা, পল্টন শাখা, নবাবপুর রোড করপোরেট শাখা, রাজশাহী জোনসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সাথে পালন করেন। তিনি ইসলামী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২২ সালে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকে এসইভিপি পদে যোগদান করেন এবং তার মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান হিসেবে সুনিপুণভাবে বিভাগ পরিচালনা করেন। তার দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ তাকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস (অর্থনীতি) সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে কামিল ডিগ্রি অর্জন করেন। এ এ এম হাবীবুর রহমান বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং ব্যাংকিংবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা