০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের মুয়াল্লিম কোর্স অনুষ্ঠিত

-

তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ১৮ দিনব্যাপী মুয়াল্লিম কোর্স শেষ হয়েছে। দেশের ৬৩ জেলা/মহানগরী থেকে বাছাইকৃত ৮১ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত সোমবার তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা (মাতুয়াইল) মিলনায়তনে ফলাফল ঘোষণা ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার (মীরহাজিরবাগ) ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী এবং তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার (মাতুয়াইল) অধ্যক্ষ মুফতি মো: মিজানুর রহামান। পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মাওলানা হামিদুল ইসলাম, লালমনিরহাট জেলা। দ্বিতীয় মাওলানা সাইফুল্লাহ আল মাহবুব, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও তৃতীয় মাওলানা রফিকুল ইসলাম, নোয়াখালী। অনুষ্ঠানে অতিথিরা পুুরস্কার প্রাপ্তসহ উত্তীর্ণ সকল মুয়াল্লিমের হাতে সার্টিফিকেট তুলে দেন।
সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, তা’লীমুল কুরআনের মুয়াল্লিমরা কুরআনের সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তা’লীমুল কুরআনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তা’লীমুল কুরআনের মুয়াল্লিমদের তার রেখে যাওয়া কাজকে এগিয়ে নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো: শামছুল আলম বলেন, আমাদের দেশে তারতিলের সাথে কুরআন তেলাওয়াত মানে বুঝি শুদ্ধভাবে তেলাওয়াত করা। প্রকৃত অর্থে তারতিল হলো শুদ্ধভাবে তেলাওয়াত ও আমলের মাধ্যমে কুরআনের হুকুমগুলো বাস্তবায়ন করা। রাসুল সা: বলেন, যে ব্যক্তি করআন পড়েছে এবং তা হিফজ করেছে, এর হালালকে হালাল বলে গ্রহণ করেছে এবং হারামকে হারাম বলে গ্রহণ করেছে, আল্লাহ এর কারণে তাকে জান্নাত প্রবেশ করাবেন। রাসূল সা: বলেন, আর যে আল্লাহর রাস্তায় ইলম শিক্ষার উদ্দেশ্যে বের হলো আল্লাহ জান্নাতের পথ তার জন্য সহজ করে দিবেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন, কেন্দ্রীয় উস্তাজ মাওলানা বোরহান উদ্দিন, প্রোগ্রাম অফিসার মাওলানা মো: শরিয়ত উল্লাহ, কেন্দ্রীয় উস্তাজ হাফেজ জাকির হোসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা গোলাম মাওলা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল