০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

-

বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির ১০ম বার্ষিক সিনেট সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি সিনেটের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। সভায় সহকারী নৌবাহিনী প্রধান (এম) রিয়ার অ্যাডমিরাল খন্দকার আক্তার হোসেন, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো: জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সিনেটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সিনেটের চেয়ারম্যান বিদায়ী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনিযুক্ত সিনেট সদস্যদের স্বাগত জানান। সিনেটের চেয়ারম্যান তার সিনেট বক্তৃতায় গত বছরে যেসব কার্যক্রম অনুষ্ঠিত হয় সে বিষয়ে সিনেটকে সংক্ষিপ্তভাবে অবহিত করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্তৃক উপস্থাপিত ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের মূলবাজেট অনুমোদিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ১০ম বার্ষিক প্রতিবেদন (জুলাই ২০২৩-জুন ২০২৪) সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সিনেট সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে অনুমোদিত সব অনুষদ এবং বিভাগগুলো খোলা ও কার্যকর করার জন্য যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করার প্রতি গুরুত্বারোপ করেন। তারা অত্র বিশ্ববিদ্যালয় মেরিটাইম সেক্টরে বিশ্বমানের জনশক্তি তৈরি, নতুন জ্ঞান ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশে এবং উপমহাদেশে মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষায় মেরিটাইম এক্সিলেন্সের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সম্মানিত সিনেট সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
জাতিকে আর কোনো ষড়যন্ত্রে বিপর্যস্ত হতে দেব না : আযম খান ২০২৪ সালে টাকার মূল্য কমেছে ১২.৭২ শতাংশ কুমিল্লায় বিবির বাজার সীমান্ত থেকে লাশ উদ্ধার পানিতে ডুবে মুসলিম বালকের মৃত্যুর ভিডিও ইসলাম ধর্মে ধর্মান্তরিত না হওয়ায় হত্যা দাবিতে প্রচার ২৫ বছরের জন্য এম এ আজিজ স্টেডিয়াম বাফুফের অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পাথরঘাটায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে অভিযুক্ত করায় নিন্দা চট্টগ্রামে ডিসি পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব শিক্ষকতাকে প্রথম শ্রেণীর পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : সমন্বয়ক হাসনাত আ’লীগ নেতা বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ গাজীপুরে কেয়া গ্রুপের চার কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

সকল