২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নতুন শিক্ষা কমিশন গঠনের আহ্বান আদর্শ শিক্ষক ফেডারেশনের

-

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কক্সবাজার জেলার উদ্যোগে শিক্ষক সম্মেলন গত বুধবার অনুষ্ঠিত হয়। সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাআশিফের চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক অধ্যাপক আহসান উল্লাহ। সম্মেলনে বক্তারা নতুন শিক্ষা কমিশন গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ বি এম ফজলুল করীম বলেন, পতিত স্বৈরাচার সরকার আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নতুন বাংলাদেশে আমাদের শিক্ষাব্যবস্থাকে সংস্কার করা প্রয়োজন। বর্তমান যে শিক্ষাব্যবস্থা বিদ্যমান আছে তা দিয়ে একটি নৈতিকতা সম্পন্ন আদর্শ সুনাগরিক মানুষ তৈরি হতে পারে না। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা সম্পন্ন আদর্শ সুনাগরিক মানুষ হিসেবে তৈরি করতে হলে ধর্মীয় মূল্যবোধের আলোকে শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা এখন সময়ের দাবি।
বিশেষ অতিথির বক্তব্যে বাআশিফের চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক অধ্যাপক আহসান উল্লাহ বলেন, শিক্ষকতা পেশা বর্তমান সময়ে সব থেকে বেশি অবহেলিত। জাতি গড়ার কারিগর শিক্ষকদের সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাই শিক্ষকদের সব সুযোগ সুবিধা প্রদানের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহবান জানাচ্ছি। মনে রাখতে হবে শিক্ষকদেরকে তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখে শিক্ষার্থীদের আদর্শ শিক্ষা দেয়া সম্ভব না। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement