২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চবিতে ভর্তির আবেদন শুরু ১ জানুয়ারি

-

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিভিন্ন ইউনিট ও উপ-ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে। এবারের ভর্তি পরীক্ষার তারিখ এখনো ঘোষিত না হলেও ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি ইচ্ছুকদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd-এ প্রচারিত ‘অনলাইনে আবেদন প্রক্রিয়া’ অনুসরণ করে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ১ জানুয়ারি বেলা ১১টা থেকে ১৫ জানুয়ারি রাত ১১:৫৯টা পর্যন্ত অনলাইনে করা যাবে। আর ১ জানুয়ারি বেলা ১১টা থেকে ১৮ জানুয়ারি রাত ১১:৫৯টা পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে।
আবেদনের যোগ্যতা: বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ বা ২০২২ সালের মাধ্যমিক/দাখিল/সমমান পরীক্ষা এবং ২০২৩ বা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/ আলিম/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদনকারী ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ইউনিট/উপ- ইউনিট/অনুষদ/বিভাগ/ ইনস্টিটিউট/বিষয়ে ভর্তির নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।
জিসিই (ও লেবেল এবং এ লেবেল) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সমমানের বিদেশী সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে যেসব আবেদনকারী ২০২১ বা ২০২২ সালের জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় এবং ২০২৩ বা ২০২৪ সালের জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ন্যূনতম যোগ্যতা রয়েছে তারা সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd-এ পাওয়া যাবে।


আরো সংবাদ



premium cement