ইফা মহাপরিচালকের সাথে ইবি এ্যালামনাই কমিটির সাক্ষাৎ
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত মহাপরিচালক আ: ছালাম খানের সাথে গতকাল দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের কমিটি সাক্ষাৎ করেছে। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সম্পাদক এস এম মিজানুর রহমান মহাপরিচালকের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা মহাপরিচালকের সাফল্য ও দীর্ঘজীবন কামনা করেন। মহাপরিচালক আ: ছালাম খানের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন এ দেশে ইসলামের প্রচার-প্রসারে আরো তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে অধ্যাপক এম জাকির হোসাইন, এ্যাডভোকেট সাইফুল ইসলাম, মমিনুর রহমান, আসরার হাবিব নিপু, মো: সোহরাব হোসাইন, সাইফুল আলম রাজন, আ: হালিম, শাহজাহান আলম সাজু, মাহবুবুর রহমান এনায়েত, অধ্যক্ষ বেলাওয়াত হোসেন খান, ছাত্র সমন্বয়ক সুইটসহ প্রমুখ উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো: আব্দুস সবুর, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো: আব্দুল হামিদ খান, ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মো: জাকির হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা