বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বিয়াম ফাউন্ডেশনের মধ্যে চুক্তি
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে সেতু কর্তৃপক্ষের আওতাধীন সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পুনর্বাসন এলাকায় অবস্থিত স্কুল ব্যবস্থাপনার জন্য ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং বিয়াম ফাউন্ডেশনে’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রশিদুল হাসান, সচিব (রুটিন দায়িত্ব), সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্ব), বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। চুক্তিতে সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব আলতাফ হোসেন সেখ এবং বিয়াম ফাউন্ডেশনের পক্ষে পরিচালক (শিক্ষা) ও উপসচিব মোহাম্মদ সাইদুল আরীফ স্বাক্ষর করেন। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের অনুমোদনক্রমে বিয়াম ল্যাবরেটরি স্কুল উত্তরা, ঢাকা নামে স্কুলটি আগামী জানুয়ারি হতে চালু হবে। এটি বিয়াম ফাউন্ডেশনের ৪৫তম স্কুল হিসেবে পরিচালিত হবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা