২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শেষবেলায় বিক্রির চাপে লেনদেন তলানির পথে

-

- বিক্রির চাপ ৪৮ শতাংশ, কেনার চাপ ৫২ শতাংশ
- জেড শ্রেণীর শেয়ারে আগ্রহ বেড়েছে
- সিএসইতে লেনদেন ১৩৯ কোটি টাকার বেশি

কয়েক দিন পতনের পর আশার আলো দেখিয়ে হতাশ করল দেশের পুঁজিবাজার। শেষবেলায় বিক্রির চাপে সূচকের পতন। ডিএসইতে দিনশেষে ৪০.২৫ শতাংশ কোম্পানির দর পতনের ফলে বিক্রির চাপ ৪৮ শতাংশ এবং কেনার চাপ ৫২ শতাংশে চলে আসে। মন্দা বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ জেড শ্রেণীর শেয়ার বেড়ে এখন প্রায় ৫০ শতাংশ। লেনদেন তিন শ’ কোটি টাকার নিচে নেমেছে। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর এত কম লেনদেন আর হয়নি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। হাসিনা সরকারের পতনের আগের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় ২০৭ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইর লেনদেনের তথ্য থেকে জানা যায়, মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলে লেনদেন। শুরুটা ভালোই ছিল। ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রধান সূচক বা ডিএসইএক্স ৪.৫১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৭৫ পয়েন্টে চলে আসে। শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩.৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৯ পয়েন্টে আর ‘ডিএসই-৩০’ সূচক ০.০২ পয়েন্ট কমে ১ হাজার ৯২২ পয়েন্টে চলে আসে। প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে মোট ৭৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দিনশেষে ডিএসইর ডিএসইএক্স সোমবারের চেয়ে সূচক আরো ১.৪৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৯.৩২ পয়েন্টে নেমে এসেছে। আর ডিএসই-৩০ সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে এক হাজার ৯২৩.০২ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ২.৭৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৮.৬৯ পয়েন্টে উন্নীত হয়েছে। লেনদেনকৃত ৩৯৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির বা ৩৭.৯৭ শতাংশের, দর পতনে ২১৬টি বা ৪০.২৫ শতাংশ এবং দর অপরিবর্তিত ৮৬টি কোম্পানির শেয়ার। ৩৯৬টি কোম্পানির ১০ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার ৮৭১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। যার গতকালের বাজারমূল্য ২৭৫ কোটি ৭৬ লাখ ৫১ হাজার ৫৪৪ টাকা। সোমবার লেনদেন হয় ৩০৩ কোটি ২৭ লাখ টাকার। ফলে গতকাল লেনদেন কমেছে ২৭ কোটি ৫১ লাখ টাকা। বাজার মূলধন ০.০২ শতাংশ কমে এখন ছয় লাখ ৫৯ হাজার ৫৭ কোটি ৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে।

দর বৃদ্ধির শীর্ষে ১০ কোম্পানি : ডিএসইর দেয়া তথ্য বলছে, ডিএসইতে গতকাল সবচেয়ে বেশি দর বেড়েছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯.৪৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। তালিকায় থাকা এনভয় টেক্সটাইলসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৬.১৩ শতাংশ। আর ১ টাকা ৬০ পয়সা বা ৫.৯০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকায় জায়গা নিয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড। এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে হামিদ ফেব্রিক্সের ৫.৫৫ শতাংশ, ইসলামী ব্যাংকের ৪.৭৩ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩.৯১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৩.৪১ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৩.৩১ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৩.২৮ শতাংশ এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৩.২৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

টাকায় লেনদেন ও দর পতনে শীর্ষ ১০ : টাকায় লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো : ওরিয়ন ইনফিউশন, বিএসসি, ফাইন ফুডস, যমুনা অয়েল, রবি এক্সিয়াটা, খান ব্রাদার্স পিপি, আইসিবি, জিপিএইচ ইস্পাত, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা. ও রূপালী লাইফ ইন্স্যু.। আর দর পতনের শীর্ষ ১০টি কোম্পানি হলো : বিডি ওয়েল্ডিং, ইউনিয়ন ক্যাপিটাল, সাফকো স্পিনিং, আইসিবি, ফার্স্ট ফাইন্যান্স, মেঘনা পেট, আইসিবি এমপ্লয়ী মি.ফা-১ স্কিম-১, নিউ লাইন, এওএল ও পিপলস লিজিং।

ব্লক মার্কেটে সাড়ে ২৬ কোটি টাকার ট্রেড : এ দিকে ডিএসইর ব্লক মার্কেটে ৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট এক কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ৯৭১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ২৬ কোটি ৫১ লাখ ৮৮ হাজার টাকায়। এর মধ্যে আট কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি পাঁচ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলো হলো- সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ও গ্রামীণফোন লিমিটেড। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির সাত কোটি ১২ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্যাংক এশিয়ার ছয় কোটি আট লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর এক কোটি ৮২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্কয়ার ফার্মার এক কোটি ৫৩ লাখ ৬৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের এক কোটি ৫৩ লাখ টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের এক কোটি দুই লাখ ৯ হাজার টাকার, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৯৭ লাখ ১৭ হাজার টাকার এবং গ্রামীণফোন লিমিটেডের ৯৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

একীভূত হচ্ছে না এক্সিম ও পদ্মা ব্যাংক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ পদ্মা ব্যাংকের সাথে একীভূতকরণ না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য প্রকাশ করেছে। গত সোমবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে চলতি বছরের ১৮ মার্চ এক্সিম ব্যাংকের পর্ষদ পদ্মা ব্যাংকের সাথে একীভূতকরণ করতে চায় বলে জানিয়েছিল।

সিএসইতে লেনদেন ১৩৯ কোটি টাকা পার :
এ দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ প্রতিদিনই অতিক্রম করে বাড়ছে। গতকাল ১৩৯ কোটি টাকা অতিক্রম করেছে। আর সবগুলো মূল্যসূচক বেড়েছে। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৪.৫৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪৯.৫০ পয়েন্ট এবং সিএসসিএক্স ১৫.৮৭ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৬টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে। তিন কোটি ৯ লাখ ৭৩ হাজার ৫৭৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে ১৩৯ কোটি ২০ লাখ ৭১ হাজার ৯২৮ টাকা বাজারমূল্যে। সোমবার লেনদেন হয় ১২৪ কোটি ২৬ লাখ টাকা। ফলে লেনদেন বেড়েছে ১৪ কোটি ৯৪ লাখ টাকা।


আরো সংবাদ



premium cement