সৌদি দূতাবাসের উদ্যোগে খুলনায় হিফজুল হাদিস প্রতিযোগিতা
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সম্প্রতি রাজকীয় সৌদি দূতাবাসের অধীন রিলিজিয়াস এটাচির উদ্যোগে ঐতিহ্যবাহী খুলনা আলিয়া কামিল মাদরাসা মিলনায়তনে খুলনা বিভাগীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা-২০২৪ এর বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাঈ ও বাছাই পর্বের বিভাগীয় পরিচালক শাইখ হিকমাত উল্লাহ আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম ও বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম রোম্মান প্রমুখ।
বিভাগীয় পর্যায়ের বাছাইয়ে প্রথম স্থান অধিকার করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান, দ্বিতীয় স্থান অধিকার করেন বাগেরহাট আলিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী তামিমা সুলতানা, তৃতীয় স্থান অধিকার করেন খুলনা আলিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মো: মোহিবুল্লøাহ। অনুষ্ঠানে বিজয়ী তিনজনকে ক্রেস্ট ও পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা