২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিনিস্টারের ‘কোটিপতি হোন’ অফারে লাখপতি হলেন জামালপুরের হাবিবুর

-


দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টারের ‘কোটিপতি হোন’ অফারে মিনিস্টারের পণ্য কিনে সম্প্রতি জামালপুর জেলার পূর্ব নাছিরপুর গ্রামের বাসিন্দা মো: হাবিবুর রহমান এক লাখ টাকার গিফট ভাউচার পেয়েছেন। মিনিস্টারের নিজস্ব শোরুম থেকে মিনিস্টারের টিভি কিনার পর তিনি একটি স্ক্র্যাচ কার্ড পান আর সেই কার্ড ঘষেই পেয়ে যান এক লাখ টাকার গিফট ভাউচার!
‘কোটিপতি হোন’ অফারের আওতায় নির্দিষ্ট পণ্য ক্রয় করলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচ কার্ড। এতে লুকিয়ে আছে কোটি টাকার পুরস্কারসহ নানা চমক। অফারের অংশ হিসেবে মিনিস্টার নির্দিষ্ট পণ্যে রয়েছে আকর্ষণীয় মূল্যছাড় ও নিশ্চিত উপহার।
হাবিবুর রহমান তার পুরস্কার পাওয়ার অনুভূতির কথা বলতে গিয়ে জানান, আমার জীবনে এমন মুহূর্ত এর আগে কখনো আসেনি। আমি ও আমার পরিবার অত্যন্ত আনন্দিত।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া বলেন, “আমরা সবসময়ই আমাদের সম্মানিত ক্রেতা সাধারণের জন্য আকর্ষণীয় অফার দিয়ে থাকি। অফারের নাম শুনেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন।’
এ ছাড়াও উক্ত অফারের আওতায় মিনিস্টার ব্র্যান্ডের টেলিভিশন ক্রয়ে ডিসেম্বর মাসজুড়ে গ্রাহকরা পাচ্ছে অবিশ্বাস্য ডিসকাউন্ট। এই ডিসেম্বরে ২৫ হাজার ৬৯৯ টাকার মিনিস্টার ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি এখন মাত্র ১৭ হাজার ৯০০ টাকায়। সাথে দুই হাজার টাকার ক্যাশ ভাউচার, যা অফারকে আরো আকর্ষণীয় করেছে। শুধু কি তাই, নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটরে স্ক্র্যাচ কার্ড এবং আট হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। ১৯, ২০ ও ২৪ ইঞ্চির নন-স্মার্ট টিভিতে ৫৩% পর্যন্ত মূল্যছাড় তো থাকছেই। স্মার্ট টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন, ও ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পণ্যে রয়েছে নগদ ছাড়, স্ক্র্যাচ কার্ড ও ফ্রি ইনস্টলেশন। হোম অ্যাপ্লায়েন্সে নিশ্চিত ডিসকাউন্ট, গিফট বক্স ও ১০০% পর্যন্ত মূল্যছাড়।
সর্বশেষ অফার বা যেকোনো তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/ অথবা যোগাযোগ করতে পারেন হটলাইন : ০৯৬০৬ ৭০০ ৭০০/ ০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
হামাসের ২ কি.মি. দীর্ঘ টানেল ধ্বংসের দাবি ইসরাইলের আওয়ামী লীগ স্বাধীনতাবিরোধী ও জনদুশমন : রফিকুল ইসলাম খান ফরিদপুরে চিকিৎসককে মারধরের ঘটনায় বিচার দাবি নোয়াখালীতে আমেরিকা প্রবাসী ডাক্তারের মৃত্যু ২৪ ঘণ্টায় গাজায় আরো ২৩ ফিলিস্তিনিকে হত্যা তিতুমীরের গেটে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত প্রেস ক্লাবের সামনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা গাজার খ্রিস্টান সম্প্রদায় ‘মৃত্যু ও ধ্বংস’র অবসানের জন্য প্রার্থনা করেছেন পশ্চিমতীরে ইসরাইলি সামরিক অভিযানে ৮ ফিলিস্তিনি নিহত ’ভারত সরকার একতরফাভাবে আ’লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে’

সকল