প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে ভিসা এনএনএসএস এজেন্টের দায়িত্ব পেল ইবিএল
- ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে ভিসা ন্যাশনাল নেট সেটেলমেন্ট সার্ভিস (NNSS)-এর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে ইস্টার্ন ব্যাংক। ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটানের ভিসা কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এতদসংক্রান্ত একটি কৌশলগত পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে ভিসা কার্ড লেনদেনের ক্ষেত্রে জাতীয় মুদ্রায় আন্তঃব্যাংক নিষ্পত্তি করবে ইবিএল। ভিসা এনএনএসএস ফ্রেমওয়ার্কে অন্তর্ভুক্ত ইস্যুইং এবং একুয়ারিং ব্যাংকগুলোর মধ্যে ফান্ড সেটেলমেন্ট অপারেশন্স ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ব্যাংকটি।
একই সাথে ভিসা এনএনএসএস ফ্রেমওয়ার্কে ইবিএল যুক্ত হওয়ার ফলে ভিসা’র সেবাও বৃদ্ধি পাবে এবং ব্যাংকিং ইকো-সিস্টেমের উপস্থিতি আরো সম্প্রসারিত হবে।
ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, দেশের ভেতর ভিসা’র সেবা এবং এর ডিজিটাল পেমেন্ট আরো সম্প্রসারিত করা। ভিসা’র লেনদেনের ক্ষেত্রে আমাদের ব্যাংকিং পার্টনারদের মধ্যে নিষ্পত্তি অধিকতর কার্যকর করার জন্য ইবিএল’কে পার্টনার হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমাদের দৃঢ় বিশ্বাস যে, ইবিএল-এর সক্ষমতা কাজে লাগিয়ে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে যেসব ভোক্তা ও ব্যবসায়ী ভিসা’র ওপর নির্ভর করেন তাদের আমরা উন্নততর, নিরাপদ এবং ঝামেলামুক্ত সেবা প্রদান করতে সক্ষম হবো।’
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে আন্তঃব্যাংক নিষ্পত্তির জন্য ক্লিয়ারিং এজেন্ট হিসেবে প্রথম স্থানীয় ব্যাংক হিসেবে ইবিএল-এর ওপর ভিসা’র আস্থা অর্জন নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের ব্যাপার। ভিসা’র সাথে পার্টনারশিপের ফলে ডিজিটাল পেমেন্ট নিষ্পত্তি প্রক্রিয়া সহজতর হবে, লেনদেনের সময় কমে আসবে, এবং একই সঙ্গে দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোও আরও সুদৃঢ় হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ব্যবসা বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, কার্ড ও ডিজিটাল ব্যাংকিং অপারেশন্স বিভাগ প্রধান মুঈদ হাসনাইন, ঢাকার আঞ্চলিক শাখা প্রধান ফারজানা আলী, কম্যুনিকেশন্স এবং এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম এবং দক্ষিণ এশিয়ায় ভিসা’র বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক আশীষ চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা