মাগুরার মহম্মদপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০০
মাগুরা জেলার মহম্মদপুরে গতকাল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ১৪১তম শাখার (শাহানা মার্কেট, দ্বিতীয় তলা, ১২৫ শহীদ আহম্মদ-মহম্মদ সড়ক, মহম্মদপুর, মাগুরা) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মো: সাঈদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কে এম হারুনুর রশীদ। একই দিনে ব্যাংকের মহম্মদপুর শাখা প্রাঙ্গণে একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়। তা ছাড়া উদ্বোধন অনুষ্ঠানে মহম্মদপুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খসরুল আলম, বিশিষ্ট সমাজসেবক মো: জিয়াউল হক, মহম্মদপুর প্রেস ক্লাবের আহ্বায়ক রফিকুল ইসলাম এবং সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ আব্দুল মান্নান বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।॥
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা