২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রাম বন্দরের স্থাপনা ব্যক্তিমালিকানায় দেয়ার প্রতিবাদে বিক্ষোভ

-

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ব্যক্তিমালিকানায় দেয়ার প্রতিবাদে ৪ নম্বর জেটি গেট চত্বরে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন। গতকাল রোববার সকালে বিক্ষোভ সমাবেশ শেষে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামানের কাছে স্মারকলিপি দেয়া হয়।
ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক পতেঙ্গা টার্মিনালের চুক্তি বাতিল এবং এনসিটি, সিসিটি বিদেশী মাফিয়াদের হাতে তুলে দেয়ার প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানান ফেডারেশন নেতৃবৃন্দ।
চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মো: হারুনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ) সেক্রেটারি এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম ও চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মো: ইব্রাহীম খোকন। বক্তব্য রাখেনÑ স্টাফ ইউনিয়নের নেতা নাজিম উদ্দিন, মনজু, উইন্সম্যান আহ্বায়ক আকতার হোসেন, সাধারণ সম্পাদক মো: ইউসুফ, শ্রমিক দল নেতা শামসুর রহমান স্বপন প্রমুখ।
বক্তারা আগামী ১০ জানুয়ারির মধ্যে দাবি মেনে নেয়ার আহ্বান জানান, অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

 


আরো সংবাদ



premium cement