প্রযুক্তি খাতে নারীদের উপস্থিতি বাড়াতে হবে
- নিজস্ব প্রতিবেদক
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আয়োজিত ‘এম্পাওয়ারিং উইমেন উইথ টেকনোলজি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা নারী-পুরুষের মধ্যে প্রযুক্তি ও ডিজিটাল ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রযুক্তি খাতে নারীদের আরও বেশি উপস্থিতি নিশ্চিত করা শুধুমাত্র তাদের জীবনের উন্নতি নয়, বরং পুরো সমাজের উন্নতির জন্যও অপরিহার্য।
গতকাল রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারীদের প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের গ্লোরি গার্লস সেগমেন্টের গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই ছিল এ আয়োজনে প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে দেশের তথ্যপ্রযুক্তি খাতের নেতৃস্থানীয় নারী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং ঢাকা ও এর আশপাশের জেলা থেকে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা: তানজিবা রহমান, টুগেদার ইনিশিয়েটিভ লিমিটেডের চেয়ারম্যান সায়েদা নওশাদ জাহান প্রমি, ডি ক্যাসালিয়া লিমিটেডের পরিচালক সাবিলা ইনুন, ডিজি ডট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েদা নাফিজা রেজা, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ গ্লোরি গার্ল অ্যাম্বাসেডর, চাইল্ড রাইট অ্যাকটিভিস্ট ও ক্লাইমেট ক্যাম্পেইনার ফাতিহা আয়াত, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ফাউন্ডার মোহাম্মদ শাহরিয়ার খান, চিফ এডুকেটর ওয়াহিদ নিউটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো আব্দুর রহমান নিপু, ট্রাস্টি বোর্ড মেম্বার গোলাম সারওয়ার এবং প্রজেক্ট ডিরেক্টর এম আব্দুল্লাহ।