২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

-

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার (২০২৪) ফলাফল প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার নগরীর একটি কনফারেন্স হলে এ ফলাফল প্রকাশ করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের পরিচালক আফছার উদ্দিন কামরান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাবিল মাহমুদ নিলয় ও মুফাসসির আহমদ চৌধুরী, স্কুল প্রতিনিধি আহসান হাবীব, রফিকুল ইসলাম, ছফির উদ্দীন, আবুল হাসান রিয়াদ, তৌহিদুল ইসলাম প্রমুখ।
এ পরীক্ষায় ২৮৫ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। যেখানে ট্যালেন্টপুল ক্যাটাগরিতে ৪৯ জন, সাধারণ ক্যাটাগরিতে ১০৩ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১৩৩ জন। উল্লেখ্য, গত ২ নভেম্বর সিলেট বিভাগের অন্তর্গত তিন শতাধিক স্কুল ও মাদরাসার সর্বমোট সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের স্থান ও সময় পরবর্তীতে চিঠির মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের জানানো হবে।

 


আরো সংবাদ



premium cement