১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
চীনের নিংবোতে সেমিনার

বাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগানোর আহ্বান বেপজা নির্বাহী চেয়ারম্যানের

-

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ‘সুবর্ণ সুযোগ’ অন্বেষণের আহ্বান জানিয়েছেন।
মেজর জেনারেল রহমান গতকাল চীনের নিংবো শহরে বেপজা এবং নিংবো ডাসি্যঁয়ে চেম্বার অব কমার্সের যৌথ আয়োজনে অনুষ্ঠিত “বেপজাধীন ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সম্ভাবনা” শীর্ষক সেমিনারে বলেন “আসুন, বাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ অন্বেষণ করুন, যেখানে সম্ভাবনা মিলিত হয় কর্মক্ষমতায় এবং অংশীদারিত্ব ধাবিত করে সমৃদ্ধির পানে।”
বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং গতিশীল অর্থনীতির গুরুত্ব তুলে ধরে বেপজা নির্বাহী চেয়ারম্যান বলেন, “বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ স্থলে অবস্থিত, যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাজারে সহজ প্রবেশাধিকার প্রদান করে। আমাদের ১৮ কোটির বেশি জনসংখ্যা, যা প্রধানত তরুণ, শিক্ষিত এবং অত্যন্ত দক্ষ, এমন একটি শক্তিশালী শ্রমশক্তি নিশ্চিত করে যা ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।”

তিনি আরো বলেন যে, বাংলাদেশে বিনিয়োগের মূল আকর্ষণ হলো এ দেশের সস্তা ও সহজে প্রশিক্ষণযোগ্য শ্রমশক্তি এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি যা এশিয়ার মধ্যে সবচেয়ে কম। বিদেশী বিনিয়োগকারীদের জন্য একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশের বিনিয়োগ নীতিগুলো ক্রমাগত উদারীকরণ করা হয়েছে। তা ছাড়া, বেপজা প্রদত্ত ওয়ান স্টপ সার্ভিস ইপিজেডগুলোতে বিনিয়োগকারীদের জন্য শিল্প স্থাপন এবং পরিচালনা সহজ করেছে।
সম্ভাব্য বিনিয়োগকারী ছাড়াও স্থানীয় মিডিয়া, বিনিয়োগ বিশ্লেষক এবং ব্যবসায়ী আইনজীবীসহ প্রায় ১২০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। নির্বাহী চেয়ারম্যান ছাড়াও বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন, পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তারেক হোসেন এবং পরিচালক আলী ইসতিয়াক চৌধুরী সেমিনারে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement