দাবি না মানলে ১ জানুয়ারি থেকে ডিম মুরগি উৎপাদন বন্ধ : বিপিএ
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:৪৬
প্রান্তিক পোলট্রি খামারিদের স্বার্থ রক্ষায় করপোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধ করাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। এসব দাবি পূরণ না হলে ১ জানুয়ারি থেকে সারা দেশের প্রান্তিক পোলট্রি খামারে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করার ঘোষণা দিয়েছে বিপিএ। গত রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিপিএ। জাগো নিউজ। বিপিএর সভাপতি মো: সুমন হাওলাদার বিবৃতিতে বলেন, প্রান্তিক খামারিদের স্বার্থ রক্ষায় সঙ্কট সমাধানের জন্য সরকারকে বারবার বলার পরও নজর দিচ্ছে না। উল্টো করপোরেট সিন্ডিকেটকে সরকার সহযোগিতা করছে।
বিপিএর ১০ দফা দাবি:
১. করপোরেট কোম্পানিগুলোকে শুধু ফিড ও মুরগির বাচ্চা উৎপাদনে সীমাবদ্ধ থাকার নিয়ম করতে হবে। ২. বাণিজ্যিকভাবে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করতে হবে। ৩. ফিড ও মুরগির বাচ্চার সিন্ডিকেট বন্ধ করতে হবে। ৪. প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। ৫. ক্ষুদ্র খামারিদের সহজ শর্তে ঋণ ও ভর্তুকি দেয়ার ব্যবস্থা করতে হবে। ৬. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য প্রণোদনার ব্যবস্থা করতে হবে। ৭. আলাদা বাজারসুবিধা তৈরি করতে হবে প্রান্তিক খামারিদের জন্য। ৮. সরকারি নীতিমালা তৈরি করে করপোরেট সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে। ৯. চুক্তিভিত্তিক ফার্মিংয়ের ফাঁদ বন্ধ করতে হবে। ১০. প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শ দিতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা