১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে কৃষিবিদ সিড লিমিটেডের ব্যাখ্যা

-

কৃষিবিদ সিড লিমিটেড নির্ধারিত সময়সীমার মধ্যে ঘোষিত ডিভিডেন্টের শতভাগই পরিশোধ করে এবং এ বিষয়ে দু’টি চিঠি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে প্রদান করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কৃষিবিদ সিড লিমিটেডের শতভাগ ডিভিডেণ্ড প্রদানের বিষয়টি তাদের ওয়েবসাইটে যথাযথভাবে প্রকাশ করে।
তদুপরি কমিশনের ৯৩০তম সভার পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে যে ৯টি কোম্পানি যথাসময়ে তাদের লভ্যাংশ প্রদানে ব্যর্থ হয়েছে তাদের মধ্যে কৃষিবিদ সিড লিমিটেডের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই খবরটি গতকাল নয়া দিগন্ত পত্রিকায় ‘মুনাফা বিতরণে ব্যর্থতা, জরিমানার মুখে ৯ কোম্পানির পরিচালক’ শীর্ষক শিরোনামে প্রকাশিত হয়েছে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর এবং কৃষিবিদ সিড লিমিটেড কোম্পানির সম্মানহানি ঘটিয়েছে।

উল্লেখ্য যে, বিষয়টি নিয়ে কমিশনের বিভিন্ন বিভাগে একাধিক চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে এবং ১২ নভেম্বর চিঠি প্রদান করা হয়। উপরন্তু ১২ ডিসেম্বর সরাসরি উপস্থিত হয়ে ঢাকা সিকিউরিটি এক্সচেঞ্জের এমডি এজিএম সাত্তিক আহমেদ শাহ এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমপ্লাইন্স বিভাগের নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথের সাথে সাক্ষাৎ করে বিষয়টি বিস্তারিত উপস্থাপন করা হয়। উভয়ই কৃষিবিদ সিড লিমিটেডের প্রতি সমব্যথী হয়ে দুঃখ প্রকাশ করেন। উল্লিখিত ঘটনাবলীর কারণে কৃষিবিদ সিড লিমিটেড কোম্পানির সুনাম ও মর্যাদার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, যা ব্যবসায়িক কার্যক্রম এবং শেয়ারহোল্ডারদের আস্থার ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement